খবরবিনোদন জগৎ

অটোচালক থেকে দেশসেরা কৌতুকাভিনেতা, মারা গেলেন রাজু শ্রীবাস্তব!

অটোচালক থেকে হয়েছিলেন একজন দেশসেরা কৌতুকাভিনেতা। মারা গেলেন বলিউডের জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। গত আগষ্ট মাসে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এমসে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় এই শিল্পীর বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা যায়, গত ১০ অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হঠাৎই বুকে ব্যথা হয় তার। তখনই হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয়েছিল রাজুকে। প্রথম দিকে অবস্থা খারাপ থাকলেও প্রায় ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর আস্তে আস্তে সুস্থ হচ্ছিলেন তিনি। জ্ঞানও ফিরেছিল তাঁর। সবাই আশাবাদী ছিলো তাকে নিয়ে। তবে গত ১ সেপ্টেম্বর থেকে আবারও রাজুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

আরও পড়ুন# সুইসাইড নোট লিখে আত্মহ’ত্যা করলেন অভিনেত্রী!

ভারতের সেরা এই কৌতুক শিল্পী কৌতুকরসের জন্য সহজেই সবার নজর কেড়েছিলেন। সবাইকে হাসিয়ে রাজু হয়ে উঠেছিলেন  দেশসেরা একজনকৌতুকশিল্পী। কিন্তু তার চলার পথ কিন্তু মোটেও এতটা মসৃণ ছিলনা। জীবিকার তাগিদে চালাতে হয়েছে অটোও। তবে নিজ প্রতিভার জোরে তিনি জায়গা করে নিয়েছিলেন সকলের মনে। ডিডি ন্যাশনালের জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান ‘টি টাইম মনোরঞ্জন’ থেকে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দর্শকদের হাসিয়েছে তুমুল। কৌতুক শিল্পী হিসেবে পরিচিত হয়ে ওঠার আগে অনেকগুলো বলিউড সিনেমাতেও ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন রাজু। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ এবং ‘বাজিগর’-এর মতো বিখ্যাত সিনেমাতেও ছোট চরিত্রে কাজ করেছেন তিনি।

১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন রাজু। তার আসল নাম সত্যপ্রকাশ শ্রীবাস্তব।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।