চাকরিনিয়োগ

অনুলিপিতে সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!

নিউজ ও ফিচার রাইটার আবশ্যক!

জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘অনুলিপিতে’ জরুরি ভিত্তিতে নিউজ ও ফিচার রাইটার [সাংবাদিক] নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আগামী ১৫/০৯/২০২২ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অনভিজ্ঞদেরও সুযোগ দেওয়া হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: অন্তত এইচএসসি পাস। তবে স্নাতক চলমানদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • নিজস্ব ডেস্কটপ / ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

কাজের বিভাগ:

নিউজ | চাকরি | খেলাধুলা | বিনোদন জগৎ | শিল্প ও সাহিত্য | ব্যবসা-বাণিজ্য | ফিচার

আবেদনের নিয়ম: 

আগ্রহীদের আগামী ১৫/০৯/২০২২ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন সনদের কপি এবং ছবিসহ এই ইমেইলে: career.anolipi@gmail.com জমা দিতে হবে। সাথে পূর্ব কাজের কোনো স্যাম্পল থাকলে যুক্ত করে দিতে হবে। ইমেইলের মধ্যে কোন বিভাগে কাজ করতে আগ্রহী সেটি উল্লেখ করতে হবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।