
নিউজ ও ফিচার রাইটার আবশ্যক!
জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘অনুলিপিতে’ জরুরি ভিত্তিতে নিউজ ও ফিচার রাইটার [সাংবাদিক] নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আগামী ১৫/০৯/২০২২ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অনভিজ্ঞদেরও সুযোগ দেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতা: অন্তত এইচএসসি পাস। তবে স্নাতক চলমানদের অগ্রাধিকার দেওয়া হবে।
- নিজস্ব ডেস্কটপ / ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
কাজের বিভাগ:
নিউজ | চাকরি | খেলাধুলা | বিনোদন জগৎ | শিল্প ও সাহিত্য | ব্যবসা-বাণিজ্য | ফিচার
আবেদনের নিয়ম:
আগ্রহীদের আগামী ১৫/০৯/২০২২ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন সনদের কপি এবং ছবিসহ এই ইমেইলে: career.anolipi@gmail.com জমা দিতে হবে। সাথে পূর্ব কাজের কোনো স্যাম্পল থাকলে যুক্ত করে দিতে হবে। ইমেইলের মধ্যে কোন বিভাগে কাজ করতে আগ্রহী সেটি উল্লেখ করতে হবে।