
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর, এশিয়া কাপেও দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডকে হারানোর পর এবার বাঘিনীদের প্রতিপক্ষ পাকিস্তান। প্রায় তিন বছর ধরে পাকিস্তানের বিপক্ষে না হারায় সেই ম্যাচের জন্য বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন রুমানারা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার (০৩ অক্টোবর) সকাল ৯টায় পাকিস্তানের মোকাবিলায় মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা।
ম্যাচের আগে আজ রবিবার (০২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমে টাইগ্রেস অলরাউন্ডার রুমানা আহমেদ বলেন, ‘শেষ বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছি। ওদের মাটিতেই টি-টোয়েন্টিতে হারিয়েছি। বেশ কিছু অর্জন আছে ওদের বিপক্ষে। অনেক দিন পাকিস্তানের কাছে হারিনি। এটা আমাদের মেয়েদের অবশ্যই আত্মবিশ্বাসী করবে। সবশেষ এশিয়া কাপেও আমরা ভালো করেছি। এখানেও আমরা খুব সিরিয়াস, সেরা চেষ্টাটাই করব।’
আরও পড়ুন: মেয়েদের খেলা দেখছি না এটা আমাদের ব্যর্থতা: পাপন
গত মার্চে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে সবশেষ পাকিস্তানকে ৯ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে বিসমাহ মারুফদের বিপক্ষে টাইগ্রেসদের সবশেষ হার ২০১৯ সালের নভেম্বরে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে। টি-টোয়েন্টিতেও সেই সিরিজেই শেষবার পাকিস্তানের কাছে হেরেছিল জ্যোতিরা।
টি-টোয়েন্টিতে পরিসংখ্যানের দিক থেকে অবশ্য পাকিস্তানই এগিয়ে আছে। এ বিষয়ে রুমানা বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটিই। আমার মনে হয়, এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট।’
এই অলরাউন্ডার আরও বলেন, ‘আমরা তো আমাদের শক্তির জায়গা দেখব। আমরা শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। আমরা বড় কিছু অর্জন করতে চাই। এটুকু বলতে পারি আমাদের মেয়েরা ভালো করছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে।’