জাতীয়সন্দেশ

অবশেষে দীর্ঘ ২৫ দিন পর মায়ের লা’শ পেলেন মরিয়ম মান্নান!

অবশেষে মরিয়ম মান্নানের মায়ের সন্ধান মিলল। তবে তিনি জীবিত নয়, মৃত লা’শ হয়ে ফিরলেন। দীর্ঘ ২৫ দিন নিঁখোজ থাকার পর মায়ের লা’শ পেলেন মরিয়ম মান্নান। এই বিষয়ে তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেন। মরিয়ম বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমি আমার মায়ের লা’শ পেয়েছি এই মাত্র।’

তারপরে রাত ১২টার দিকে তিনি আরেক স্ট্যাটাসে লিখেছেন, ‘আর কারো কাছে আমি যাবো নাহ!কেউকে আর বলবো নাহ আমার মা কোথায়!কেউকে বলবো নাহ আমাকে একটু সহোযোগিতা করুন!কেউকে বলবো নাহ আমার মাকে একটু খুঁজে দিবেন!কেউকে আর বিরক্ত করবো নাহ!আমি আমার মা’কে পেয়ে গেছি!’

উল্লেখ্য, গত ২৭শে আগস্ট রাত থেকে মরিয়মের মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি এই বিষয়ে তার ফেসবুকে পোস্ট দেন।

তিনি লিখেন— গত ২৭শে আগস্ট রাত থেকে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঐ দিন রাত ১০টায় বা তার একটু পরে আমার মা বাসার নিচে পানির টিউবওয়েল থেকে পানি আনতে যায়। ঘণ্টা পেরিয়ে গেলে মা ফিরে আসে না। এরপর মাকে খোঁজা শুরু করে সবাই। মায়ের পায়ের জুতা, গায়ের ওড়না, পানির পাত্র পড়ে ছিল কিন্তু সেখানে আমার মা ছিল না। আমরা ধারণা করছি, প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে আমার মাকে অপহরণ করা হতে পারে।

আমার মা রহিমা বেগম ও তার দ্বিতীয় স্বামী মো. বিল্লাল হাওলাদারকে নিয়ে তাদের খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা খানাবাড়ি হোল্ডিং নং-৩৫ এর দ্বিতীয় তলায় বসবাস করতেন। আমরা ছয় ভাইবোন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে তাকে না পেয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে আমার পরিবার। পরেরদিন ২৮ আগস্ট অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আদুরী খাতুন দৌলতপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং ১৫।

ইতোমধ্যে দৌলতপুর থানা পুলিশ সন্দেহভাজন ৫ জনকে আটক করে রিমান্ডে এনেছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।