ক্রিকেটখেলাধুলা

অবসরের ঘোষণা অস্ট্রেলিয়ান অধিনায়কের!

অবসরে যাবেন এমন একটা আভাস বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সে খবর নিশ্চিত করলেন অজি অধিনায়ক নিজেই। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ!

বেশ কিছুদিন ধরেই রানের দেখা পাচ্ছিলেন না অজি অধিনায়ক। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজের পাঁচ ম্যাচ মিলিয়ে তার সর্বোচ্চ রান ছিল মাত্র ১৫। দুই সিরিজেই দল জিতলেও তার ব্যাট হাসেনি একদমই। এরপরই শুরু হয় তাকে নিয়ে সমালোচনা। তবে সব আলোচনা-সমালোচনা থামিয়ে দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

আরও পড়ুন: সন্দ্বীপ লামিচানেকে নিষিদ্ধ করেছে নেপালের ক্রিকেট এসোসিয়েশন!

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার ব্যাপারে ফিঞ্চ জানান, ‘এখনই সময় এসেছে একজন নতুন নেতাকে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার এবং জেতার সর্বোত্তম সুযোগ দেওয়ার। আমার যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন এবং সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন ফিঞ্চ। আগামী মাসে অস্ট্রেলিয়ায় মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ধারণা করা হচ্ছে, সেই টুর্নামেন্টের পর সব ধরনের ক্রিকেট থেকেই অবসরে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

১৪৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা ফিঞ্চের ঝুলিতে রয়েছে ১৭টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে তার মোট রান ৫ হাজার ৪০১ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ফিঞ্চ। এর মধ্যে ৩০টিতেই জয়ের স্বাদ পেয়েছে অজিরা। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।