ক্রিকেটখেলাধুলা

অবসরে যাচ্ছেন ভিরাট কোহলি?

ভিরাট কোহলি। ভারত তথা গোটা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। একসময় হাফ-সেঞ্চুরি, সেঞ্চুরিকে বানিয়ে ফেলেছিলেন অনেকটা ডাল-ভাতের মতো ব্যাপার। সেই কোহলি তিন ফরম্যাটেই দীর্ঘদিন অফ ফর্মে ছিলেন। সেঞ্চুরির দেখা পাননি প্রায় তিন বছর। আর তাতেই নানা সমালোচনার শিকার এই ক্রিকেটার, দলে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল তার।

তবে এবারের এশিয়া কাপে ব্যাট হাতেই সবকিছুর জবাব দিলেন তিন সংস্করণেই পঞ্চাশোর্ধ এভারেজে ব্যাট করা এই সুপারস্টার। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে ৫ ম্যাচে দুটি অর্ধশতক ও এক শতকে কোহলি যেন নিজের সোনালি অতীতকেই মনে করিয়ে দিলেন।

অমাবস্যার চাঁদ হয়ে ওঠা ৭১ তম সেঞ্চুরির দেখাও পেলেন আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে। মাস পেরোলেই টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই দলের সেরা ব্যাটসম্যান ফর্মে ফেরায় দারুণ খুশি ভারতীয় সমর্থকরা। তবে গণমাধ্যমগুলো কোহলির ব্যাপারে যে তথ্য জানাচ্ছে তাতে সমর্থকদের কষ্ট পাওয়ারই কথা।

আরও পড়ুন: অবসরের ঘোষণা অস্ট্রেলিয়ান অধিনায়কের!

শুনা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নাকি এই ফরম্যাট থেকে অবসর নেবেন কোহলি। তিনি অবসর না নিলেও টি-টোয়েন্টিতে তাকে বাদ দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের পরই দলকে ঢেলে সাজাতে চায় তারা। পরবর্তী বিশ্বকাপের আগে তরুণদের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে সিনিয়র কয়েকজন খেলোয়াড়কে দল থেকে ছাঁটাই করতে চান তারা। সেই তালিকায় নাম এসেছে কোহলি আর জাদেজার।

এখন থেকে তাদেরকে টেস্ট আর ওয়ানডেতে মনোযোগী হতে বলবে বোর্ড। ভারতীয় এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘এটা নতুন কোন ব্যাপার নয়। প্রতিটি বড় টুর্নামেন্টের পরই একটা পরিবর্তন আসে। গত বছর বিশ্বকাপের পরপরই মোহাম্মদ শামিকে বলা হয়েছিল টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নজর দিতে। কোহলিরও তো বয়স কমছে না। যে সংখ্যক ম্যাচ ভারত খেলে, তাতে ওর ওয়ার্কলোডের দিকে আমাদের মনোযোগ দিতেই হবে। আমাদের মতে, একটা পরিবর্তন দরকার। জাদেজাকে দেখুন, বারবার চোট পাচ্ছে। বিশ্বকাপ হয়ে যাক, এরপর দলের পরিবর্তন নিয়ে আমরা চিন্তাভাবনা করব।’

এ পর্যন্ত ক্যারিয়ারে ১০৪ টি-টোয়েন্টি খেলে রেকর্ড ৫২ এভারেজে ৩৫৮৪ রান সংগ্রহ করেছেন ভিরাট কোহলি। খেলেছেন ৩২ টি পঞ্চাশোর্ধ ইনিংসও। যেটি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।