
আইএফআইসি সম্প্রতি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রানজেকশন সার্ভিস অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। তবে এই পদে আবেদনের জন্য লাগবে না পূর্ব অভিজ্ঞতা এবং নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, ২০২২।
পদের নাম: ট্রানজেকশন সার্ভিস অফিসার
গ্রেড: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। তবে, শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/ বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এছাড়াও প্রার্থীকে কম্পিউটার চালনায় যথেষ্ট দক্ষ হতে হবে।
বয়স: ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
বেতন:
৩০১৩০ টাকা। এছাড়াও এক বছরের সফল প্রবেশন সময়কাল শেষে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ হিসেবে বেতন হবে ৪১৭৭০ টাকা এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী রয়েছে অন্যান্য সুবিধা।
কাজের জায়গা: দেশের যেকোনো স্থান।
আবেদনের নিয়ম:
আগ্রহীরা সরাসরি অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর, ২০২২।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স বা আইএফআইসি ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৭৬ সালে যাত্রা শুরু করে।