অভিনেত্রী অপর্ণা ঘোষের মা আর নেই!

অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ আর নেই। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অপর্ণার মায়ের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
জানা যায়, তার মায়ের মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫৮ বছর। চট্টগ্রামের আন্দরকিল্লার বলুয়ারদীঘি মহাশ্মশানে ঝর্ণা ঘোষের শেষকৃত্য করা হবে। অপর্ণার মায়ের মৃত্যুতে বিনোদন জগতের সহকর্মীরা তার প্রতি শোক প্রকাশ করছেন ও সহমর্মি হয়েছেন।
এর মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর্ণার মায়ের বিদেহি আত্মার জন্য শান্তি কামনা করে স্ট্যাটাস দিয়েছেন। নির্মাতা ইমরাউল রাফাত লিখেছেন, ‘আমাদের বন্ধু অপর্ণা ঘোষের মা আজ সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
আরও পড়ুন# হিরো আলমকে আশীর্বাদ করলেন অমিত হাসান, একসঙ্গে খেলেন খাবারও!
শাফায়েত মনসুর তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বন্ধু অপর্ণা ঘোষের মা আজ সকালে চট্টগ্রামে মারা গেছেন।’
অভিনেত্রী মনিরা মিঠু ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মা আজ সকালে পরপারে চলে গেছেন। মায়ের আত্মার শান্তি হোক। কিডনি ফেইলিউর হয়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।’
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মায়ের মৃত্যুতে শোবিজে তার সহকর্মী ও অন্যান্যরা শোক প্রকাশ করেছেন।