অভিনেত্রী ভাবনা না-কি গরীবের উরফি জাভেদ!

অভিনেত্রী ভাবনা না-কি গরীবের উরফি জাভেদ। সম্প্রতি তার পোস্ট করা কিছু ছবি দেখে এভাবেই কটাক্ষ করেছেন নেটিজেনরা। দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন আশনা হাবিব ভাবনা। ছোটো ও বড়ো পর্দার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই ভক্তদের সাথে যুক্ত থাকেন ভাবনা। অনলাইন মাধ্যমে কাজের খবরের পাশাপাশি বিভিন্ন সময়ে তোলা নিজের ছবি ও চিন্তার কথাও শেয়ার করেন ভক্তদের সাথে এই নায়িকা।
গত কয়েকদিন থেকেই সারাদেশে বেশ বৃষ্টিমেদুর আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সারাদিন। এমন মেঘলা দিনে নিজের বেশকিছু ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেন ভাবনা। আর ক্যাপশনে লেখেন ব্রিটিশ লেখক, দার্শনিক জন রুসকিনের কয়েকটি চরণ। কিন্তু ছবিগুলো পোস্ট করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এ ছবি নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণের শিকার হচ্ছেন ভাবনা।
আরও পড়ুন# যেসব কারণে ভালোবাসার মানুষকেই বিয়ে করা উচিত!
প্রথমে সবকিছু ঠিক ছিল, অনেকেই ভাবনার রূপের প্রশংসা করছেন। কিন্তু অনেক নেটিজেনই কুরুচিপূর্ণ মন্তব্য করছেন তার প্রতি। বিপু নামক একজন লিখেছেন, ‘শরীর দেখানোর কিস্তি কয়টা শেষ হলো ভাবনা লিওনি?’
আজমীর নামক একজন লিখেছেন, ‘যেমন পরিবার তেমন শিক্ষা।’ আরেকজন লিখেছেন, ‘গরীবের উরফি জাবেদ।’ পাপন নামক একজন লিখেছেন, ‘তোমাকে চিড়িয়াখানায় রাখা দরকার ছিল।’ এছাড়াও ভাবনাকে লক্ষ্য করে নোংরা ভাষায় অসংখ্য কুরুচিপুর্ন মন্তব্য করেছেন নেটিজেনারা, যা প্রকাশের অযোগ্য।
এবারই প্রথম নয়, আগেও কয়েকবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন ভাবনা; পোশাক নিয়েই সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান ভাবনা। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমা ২০২০ সালে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি।