ক্রিকেটখেলাধুলা

অর্থাভাবে স্থগিত আফগানিস্তানের সিরিজ!

বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে আগামী অক্টোবরে একটি সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তান ‘এ’ দলের। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজটি। তবে বিপত্তি বাঁধল আফগানদের আর্থিক অবস্থা। অর্থাভাবে আফগানিস্তানের পক্ষ থেকে সিরিজটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ৩টি একদিনের ও ২ টি চারদিনের ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পুরো সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল আগামী অক্টোবরে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সেই সিরিজটি স্থগিত করা হয়েছে। অর্থের জোগান পেলে পরবর্তী সময়ে আবার সিরিজটি আয়োজন করতে চায় তারা।

আরও পড়ুন: সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার কারণ জানালেন রমিজ রাজা!

এ ব্যাপারে জালাল ইউনুস চৌধুরী বলেন, ‘ওদের ফান্ড না থাকায় সিরিজটি স্থগিত করেছে। তারা বলেছে অন্য সময়ে সিরিজটি করতে চায়। নতুন সূচি পেলেই জানিয়ে দেওয়া হবে।’

এদিকে, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, আফগানিস্তান সিরিজ বাতিল করায় নতুন দেশ খুঁজছেন তারা। সুজন বলেন, ‘যেহেতু সময়টা ফাঁকা আছে, আমরা অন্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে এটি আয়োজন করার চেষ্টা করবো। দেখা যাক কী হয়।’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যা কি না আমি বলতে পারব না। আরেকটি বোর্ডের কী সমস্যা আমি বলার কেউ না। তারা আমাদের অনুরোধ জানিয়েছে নতুন সূচির জন্য। অন্য সময়ে এই সিরিজগুলো হবে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।