
সাফজয়ী মেয়েদের ট্রফি নিয়ে দেশে ফেরায় আনন্দে ভাসছে গোটা দেশ। এই আনন্দের দিনেই কিছুটা দুঃসংবাদ। ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের দিকে যাওয়ার পথে মাথায় আঘাত পেয়েছেন জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তৎক্ষনাৎ তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়। ঋতুপর্ণার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।
নেপাল থেকে সাফ শিরোপার ট্রফি নিয়ে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে এ মুহূর্তে ছাদখোলা বাসে করে বাফুফে কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। চ্যাম্পিয়নদের দেখতে রাস্তার দুই পাশে মানুষের উপচেপড়া ভীড়। এরই মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা।
আরও পড়ুন: শোভাযাত্রার লাইভ দেখে ৫০ লাখ টাকা উপহার!
কুর্মিটোলায় রেডিসন ব্লু হোটেলের কাছে রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা। তখনই টিম বাস থেকে নামিয়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
নেপাল থেকে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে দুইটায় বাংলাদেশে পা রাখে শিরোপাজয়ী নারী ফুটবল দল। এরপর বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল ৩টা ৩০ মিনিটে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের উদ্দেশে রওনা হন চ্যাম্পিয়ন ফুটবলাররা।