অস্কার মনোনীত পাকিস্তানী সিনেমায় প্রযোজক হিসেবে মালালা ইউসুফজাই!

‘অস্কার’ মনোনীত পাকিস্তানের আলোচিত সিনেমা ‘জয়ল্যান্ড’ এর প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন নারী শিক্ষা কর্মী ও নোবেলপুরস্কার প্রাপ্ত মালালা ইউসুফজাই। এই বছরই অস্কারের জন্য মনোনীত হয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক বিভাগে পাকিস্তান থেকে অস্কারে জমা দেওয়া সিনেমাটির একজন নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন মালালা ইউসুফজাই। তার নিজস্ব টিভি প্রযোজনা সংস্থাও রয়েছে। যেটির নাম ‘এক্সট্রা কারিকুলার প্রোডাকশন’।
চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। সেখানে এটি আন সার্টেন রিগার্ড স্ট্র্যান্ডে ‘কুইয়ার পাম’ এবং ‘জুরি’ পুরস্কারও জিতেছিল এটি। এটি এরপর উত্তর আমেরিকার টরন্টোতেও প্রিমিয়ার হয়েছিল।
গণমাধ্যম ‘ভ্যারাইটি’-এর প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি বর্তমানে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, যেখানে এটি সাদারল্যান্ড পুরস্কারের জন্য অন্যান্যদের সাথে লড়াই করছে। এই পুরস্কার সবচেয়ে মৌলিক এবং কল্পনাপ্রসূত পরিচালকদের সিনেমাকে স্বীকৃতি দিয়ে থাকে। এছাড়াও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও চলছে সিনেমাটি, সেখানে এটি এশিয়ান সিনেমার হয়ে প্রতিনিধিত্ব করছে।
যৌন বিদ্রোহের একটি গল্পে নির্মিত এই সিনেমাটিতে দেখা যায় পিতৃতান্ত্রিক পরিবারে একটি ছেলেশিশুর জন্যই সবার আকাঙ্ক্ষা। পারিবারিক ঐতিহ্য বজায় রাখার নাম করে শিশু ছেলের জন্মের জন্য তারা প্রার্থণারত, আর এদিকে পরিবারের ছোট পুত্র গোপনে একটি কামোত্তেজক নাচের থিয়েটারে যুক্ত হয় এবং একটি উচ্চাভিলাষী ও ট্রান্স সেক্সুয়াল তারকার প্রেমে পড়ে।
আরও পড়ুন# শাকিব খানের বক্তব্যের সাথে মিলে গেল রাত্রির বক্তব্য!
‘ভ্যারাইটি’-এর নাম উল্লেখ করে মালালা ইউসুফজাই বলেন, ‘আমি এমন একটি সিনেমার সাথে থাকতে পেরে অত্যন্ত গর্বিত। যার মাধ্যমে প্রমাণ হয় যে পাকিস্তানি শিল্পীরাও বিশ্ব চলচ্চিত্রের সেরাদের মধ্যে একজন। ‘জয়ল্যান্ড’ এমন একটি সিনেমা যা আমাদের কাছের মানুষদের দৃষ্টিভঙ্গি পালটে দিতে পারে। আমাদের পরিবারের সদস্য এবং বন্ধুদের বা কাছের মানুষকে আমাদের সেই দৃষ্টিতে দেখা উচিত, ঠিক যেভাবে তারা আছে। আসলে তারা যেমন, আমাদের তেমনটাই গ্রহণ করা উচিত। আমাদের নিজেদের আকাঙ্ক্ষা বা সামাজিক নিয়ম অনুযায়ী কাউকে দেখতে চাওয়াটা উচিত নয়।’
সাইম সাদিক রচিত ও পরিচালিত এবং অপূর্ব গুরু চরণ, সারমাদ সুলতান খুসাত এবং লরেন মান প্রযোজিত ‘জয়ল্যান্ড’ চলচ্চিত্র হিসেবে বিশ্বজুড়ে আলোচিত ও বহুল প্রশংসিত হয়েছে। চলচ্চিত্রটিতে আলি জুনেজো, রাস্তি ফারুক, আলিনা খান, সারওয়াত গিলানি, সোহেল সমীর, সালমান পীরজাদা এবং সানিয়া সাইদ অভিনয় করেছে।