
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের সাউথাম্পটনে। ২০২১ সালের সেই আসরে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের প্রথম শিরোপা ঘরে তুলেছিল নিউজিল্যান্ড।
পরের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডেই। বুধবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লন্ডনের ওভালে, এবং ২০২৫ সালের ফাইনালটি হবে লর্ডসে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটি চলে প্রতি দুই বছর ধরে। পয়েন্টের শতকরা হারে টেবিলের শীর্ষে থাকা দুইটি দল সরাসরি ফাইনাল খেলে। এবারের চক্রে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার শতকরা পয়েন্টের হার ৬০। পরের তিন অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার তিন দল শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান।
আরও পড়ুন: সোহানের নেতৃত্বে বাংলাদেশের নতুন স্কোয়াড!
৩৮.৬ শতাংশ পয়েন্ট নিয়ে ফাইনালের আয়োজক দেশ ইংল্যান্ডের অবস্থান তালিকার সাতে। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তালিকায় সবার নুচে থাকা দুই দল নিউজিল্যান্ডের পয়েন্টের হার ২৫.৯৩ এবং বাংলাদেশের ১৩.৩৩।
দেশ নির্ধারিত হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী দুই ফাইনালের দিনক্ষণ নির্ধারণ করা হয়নি এখনও। তবে ২০২৩ সালের জুনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রথম অ্যাশেজ শুরু হওয়ার আগেই ফাইনাল অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।