খবরবিনোদন জগৎ

আজ অপু বিশ্বাসের জন্মদিন!

ঢাকাই চলচ্চিত্র জগতের ‘বিউটি কুইন’ খ্যাত তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। গত এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউড চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যার ছিল একছত্র রাজত্ব। অসংখ্য হিট ও সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শক ও ভক্তদের। তার সাবলীল অভিনয় এবং অসাধারণ সৌন্দর্য দিয়ে জয় করেছেন ভক্তদের হৃদয়।

সিনেমাতে কাজ করার পাশাপাশি তিনি বিভিন্ন স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন প্রায়ই। বর্তমান সময়ে আগের মতো ব্যস্ততা নিয়ে সময় দেওয়া হচ্ছে না বিনোদন জগতে তার। বরং এখন সংসারও সন্তানকে সামলে তবেই শোবিজে সময় দিচ্ছেন। এই জনপ্রিয় নায়িকার আজ জন্মদিন।

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এই সুশ্রী অভিনেত্রী। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপিয়ে দিয়ে যায় সেসময়। ফলে অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।

আরও পড়ুন# নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বুবলী!

তারপর শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘কোটি টাকার কাবিন’ ছবির পর শাকিব ও অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ ছবিগুলোও ব্যবসা সফল হয়।

বর্তমানে অপু তার প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র থেকে নির্মাণ করছেন ‘লাল শাড়ি’ সিনেমা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ছবিটিতে তার নায়ক হিসাবে আছেন সাইমন সাদিক।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।