খবরবিনোদন জগৎ

আজ চিরসবুজ নায়ক সালমান শাহ’র জন্মদিন!

আজ চিরসবুজ নায়ক সালমান শাহ’র ৫১তম জন্মদিন। ১৯৭১ সালের আজকের এই দিনে তিনি সিলেটের দারিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ নামে সিনেমা জগতে পরিচিতি লাভ করলেও তার পারিবারিক নাম কিন্তু শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও তার মা নীলা চৌধুরী। তারা দুই ভাই, এর মধ্যে সালমান শাহ বড়ো। তার ছোটো ভাইয়ের নাম শাহরান চৌধুরী ইভান।

মাত্র ২৫ বছর বেঁচে ছিলেন সালমান শাহ এই পৃথিবীতে। ক্ষণজন্মা এই নায়ক মাত্র তিন বছরের ক্যারিয়ারে বিস্তৃত প্রভাব বিস্তার করেছিলেন চলচ্চিত্র জগতে! তখনও যেমন জনপ্রিয় ছিলেন, মৃত্যুর এত বছর পরও তেমনই মানুষের মনে উজ্জ্বল রয়েছেন তিনি। তার মতো এতোটা মানুষের হৃদয়ে জায়গা নিতে নায়করাজ রাজ্জাকের পর আর কেউ নিতে পারেনি। এত স্বল্প সময়ের জন্য এসেছিলেন তবুও তিনি এতটা দ্যুতি ছড়াতে পেরেছিলেন যে তার অনুপস্থিতির এত বছর পরেও তা উত্তোরোত্তর বেড়েই চলেছে। তিনি যেনো এলেন, জয় করলেন, চলে গেলেন! প্রবাদটা বুঝি তার জন্যই তৈরী হয়েছিলো!

আরও পড়ুন# আলিয়ার খোঁজ না পেলে বাথরুমেও যান না রণবীর!

সালমান শাহকে ধরা হয় ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক। সিনেমার পাশাপাশি ছোটপর্দায় বেশ কিছু নাটকেও কাজ করেছিলেন তিনি। যা তাকে জনপ্রিয়তা এনে দেয়। আগে ১৯৮৫/৮৬ সালের দিকে হানিফ সংকেতের উপস্থাপনায় ‘কথার কথা’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হতো। এর একটি পর্বে ‘নামটি ছিল তার অপূর্ব’ নামের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েই সালমান শাহ মিডিয়াতে প্রথম সবার দৃষ্টি তার দিকে ঘোরাতে সক্ষম হন। তখন তিনি সালমান শাহ নয় ইমন নামেই পরিচিত ছিলেন সবার কাছে।

ক্ষণজন্মা এই নায়ক মাত্র ২৭টি সিনেমা দিয়ে দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন। তাকে বলা হতো বাংলা সিনেমার রাজপুত্র। তার অভিনীত সব সিনেমাই হয়েছিলো তুমুল ব্যবসা সফল।

সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে প্রথম বড়পর্দায় আসেন সালমান শাহ।
বাংলা সিনেমার এই রাজপুত্র ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে লাখো ভক্তদের হৃদয়কে ভেঙ্গে আত্মহত্যা করেন। যদিও তা মানতে নারাজ তার লাখো দর্শকসহ তার মা ও। বাংলা চলচ্চিত্রের এই মহাতারকার মৃত্যু আজো রহস্য হয়েই রইলো সকলের কাছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।