
বিদ্যুৎ সংকট মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আজ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্ত জানানো হয়।
আগামী এক সপ্তাহে পরীক্ষামূলকভাবে সারাদেশে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এলাকাভেদে দিনে এক থেকে দেড় ঘণ্টা, কোথাও কোথাও দুই ঘণ্টা লোডশেডিং হবে। তবে কোথাও টানা দুই ঘণ্টা লোডশেডিং হবে না। দিনের ২৪ ঘণ্টার মধ্যে আধঘণ্টা করে সব মিলিয়ে দুই ঘণ্টা করা হতে পারে। আজ সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানিয়েছেন।
আগে থেকে লোডশেডিং এর এলাকাভিত্তিক সময়সূচী জানিয়ে দেয়া হবে। এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে। ওয়েবসাইটে গেলেই সেখানে একটি লিংক পাবেন, সেখানে ক্লিক করে তাদের এলাকার সম্ভাব্য লোডশেডিংয়ের সময় জানা যাবে।
ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখার ও সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে জ্বালানি আমদানির খরচ ২০ শতাংশ পর্যন্ত কমবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো দেশের মোট বিদ্যুতের ২.৭৯ শতাংশ সরবরাহ করে যেখানে কিনা ডিজেলের দাম আকাশচুম্বী।
এছাড়া প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট রাত ৮ টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: প্রচণ্ড দাবদাহ চলছে যে দুই কারণে!