
১৯৫৩ সালের ৬ই জুলাই প্রতিষ্টিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই দিনটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়।
আরও পড়ুন# বাড়লো কৃষি গুচ্ছের ভর্তি আবেদন ফি!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর প্রতিষ্ঠাকালের দিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়। বৃটিশ শাসনের সময় থেকেই রাজশাহীতে শিক্ষা দীক্ষায় এগিয়ে ছিল অত্র অঞ্চলের মানুষজন। উচ্চশিক্ষার তাগিদে তখন থেকেই এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করতে থাকে মানুষজন।
১৯৫৩ সালের ফেব্রুয়ারি ৬ ভুবন মোহন পার্কে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ব পাকিস্তানের আইন সভার সদস্য মাদার বখশ সরকারকে হুশিয়ার করে বলেন, যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব৷ মাদার বখশের এই বক্তব্যে সাড়া পড়ে দেশের সুধী মহলে এবং সাথে সাথে টনক নড়ে সরকারেরও৷
অবশেষে ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয়। পরে ১৯৫৩ সালের ৬ জুলাই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। শুরুতে ১৬১ জন ছাত্র-ছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন# ক্যান্সার আক্রান্ত দুই শিক্ষার্থীকে অনুদান দিলো যবিপ্রবি
নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। এ দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।