আজ সৃজিতের জন্মদিন, কীভাবে পালন করছেন মিথিলা?

আজ ২৩ সেপ্টেম্বর, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখলে এইদিন শুধু তারই ছবি। ভক্ত অনুরাগী সহ সবাই ওপার বাংলার জনপ্রিয় এই পরিচালককে শুভেচ্ছা জানাচ্ছেন।
আজ এই বিশেষ দিনটি সৃজিত গিন্নি ওরফে রফিয়াদ রশিদ মিথিলা কীভাবে পালন করছেন? খোঁজ নিয়ে জানা গেল, নিজের জন্মদিনের দিনও ভীষণ ব্যস্ত সৃজিত বাবু। আর তাই এ নিয়ে মন খারাপ স্ত্রী মিথিলার। ২৩ সেপ্টেম্বর সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এদিন বাড়িতে মাংস রান্না করছেন তিনি। বার্থডে বয় ছাড়াই নিজেরাই এভাবে পালন করছেন সৃজিতের জন্মদিন।
আরও পড়ুন# আমাদের মেয়েরা সুপ্ত নারী বিদ্বেষী দানবদের বুড়ো আঙুল দেখিয়েছে: জয়া আহসান
মিথিলা বলে, ‘কিছুই করছি না এবার। কারন প্রায় দু’মাস হয়ে গেল শহরের বাইরে আছেন সৃজিত। শ্যুটিংয়ের কাজে ব্যস্ত। তাই এবার জন্মদিনে কোনও আয়োজন করতে পারেননি মিথিলা।
তার ভাষ্যমতে, ‘‘মুম্বাইয়ে থাকলে তবুও কিছু করতে পারতাম। কিন্তু ও শিলংয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে জানিনা তাই উপহারও পাঠাতে পারিনি। আয়রা ওর আব্বুর জন্য একটা বার্থডে কার্ড বানিয়েছে, আমি গিটার বাজিয়ে রাত ১২টায় উইশ করেছি। বাসায় মাংস হচ্ছে, ও দূরে থাকলেও খাওয়াদাওয়া হবে, নিজেদের মতো আয়োজন হবে!”
এদিকে সৃজিতপত্নী মিথিলার একদিকে বাংলাদেশের সিনেমা, ওদিকে কলকাতার সিনেমা, অফিসের কাজ ও সাথে আফ্রিকা সফর। সবকিছু মিলিয়ে মিথিলাও অত্যন্ত ব্যস্ততায় জীবন কাটাচ্ছেন। তাই দূরে থাকলেও এই বিশেষ দিনটি নিজেদের মতন করেই কাটাচ্ছেন তারা।