অর্থনীতিব্যবসা-বাণিজ্য

আন্তঃব্যাংকে ডলারের দাম আবারও বাড়লো!

একদিনের ব্যবধানে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম আবারও বেড়েছে। গত মঙ্গলবার আন্তঃব্যাংকে যে ডলার বিক্রি হচ্ছিল ১০৬ টাকা ১৫ পয়সায়, সেটা বুধবারে ১০৬ টাকা ৯০ পয়সায় এসে দাঁড়িয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নতুন আন্তঃব্যাংক রেট (বিনিময় হার) আপলোড করা হয়েছে আজ। এখন থেকে দৈনন্দিন ভিত্তিতে আর ডলার কেনাবেচা করবে না বাংলাদেশ ব্যাংক। তবে বাজার বিবেচনায় প্রয়োজন হলে ভিন্নতা হতে পারে।

বাজারে ডলার ও টাকার জোগান–চাহিদার ভিত্তিতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) বিবেচনার ভিত্তিতে ডলারের এ দাম নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: শেয়ার বাজার কারসাজিতে ফেঁসে যাচ্ছেন সাকিব!

গত মঙ্গলবার দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১০ টাকা বাড়ে ডলারে দাম। গতকাল এক লাফে প্রতি ডলার সর্বোচ্চ ১০৬ টাকা ১৫ পয়সা দরে বিক্রি করে এবং তাদের ক্রয়মূল্য ছিল ১০১ টাকা ৬৭ পয়সা। যা তার আগের দিন (সোমবার) ছিল ৯৬ টাকা। ওইদিন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৩৭ দশমিক ১৩ বিলিয়ন ডলার। তবে ডলারের নতুন এই দাম কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দর নয়। ব্যাংগুলোর নিজেদের মধ্যে এই দরে ডলার ক্রয়-বিক্রয় করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, ডলারের দাম সোমবার এক টাকা বৃদ্ধি করে ৯৬ টাকা করা হয়েছিল। একই দামে কেন্দ্রীয় ব্যাংক ৪ কোটি ডলার বিক্রি করেছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।