
অনুলিপি ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট জৌলুস হারিয়েছে সে অনেকদিন। তবে একে একে যেন করুণ মৃত্যুকেই বরণ করে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের আধিপত্য আর লোভনীয় প্রস্তাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেও বেঁকে বসছেন ক্রিকেটাররা। এর জন্যে মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকেই দায়ী করেছেন সাবেক ইংলিশ কাপ্তান!
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট মৃত্যুর মুখে পড়েছে।
ইংল্যান্ডের হয়ে ১১৫টি টেস্ট আর ৫৪টি ওয়ানডে ম্যাচ খেলা আথারটন বলেন, আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেট খুবই সংকটের মধ্যে আছে। আইপিএল আবির্ভাবের পর থেকেই তা হয়ে আসছে।
আরও পড়ুন: বিয়েটা সেরেই ফেললেন মুনিম শাহরিয়ার!
আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। সিরিজটি বিশ্বকাপের সুপার লিগের অংশ ছিল।
কিন্তু ভারতের আইপিএলের মতো দক্ষিণ আফ্রিকাও টি-টোয়েন্টির নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সেই সময়ে তাদের সেরা ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি খেলায় ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ না বলে দিয়েছে আফ্রিকা।
এ প্রসঙ্গে স্কাই স্পোর্টসকে আথারটন বলেন, আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে না বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সময় যাতে ক্রিকেটাররা তাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যেতে পারে সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এ থেকেই তো পরিষ্কার হয়ে যায় বিষয়টা।