শিল্প ও সাহিত্য

আবারও অসুস্থ কবি হেলাল হাফিজ, চিকিৎসা নিচ্ছেন বারডেমে!

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে আনা হয় খ্যাতিমান কবি হেলাল হাফিজকে। তিনি বর্তমানে এখানেই ৮৪১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। আজ রবিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য প্রকাশ করেন জনসংযোগ কর্মকর্তা ফরিদ কবির।

কবি হেলাল হাফিজ বলেন, তিনি এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১৫ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বা সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তারপর কিছুটা সুস্থ হলে তিনি হোটেলে ফিরে যান। কিন্তু বৃহস্পতিবার রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে হোটেলের লোকজন বারডেম হাসপাতালে নিয়ে আসে।

জানা যায়, বেশ দীর্ঘদিন ধরেই কবি হেলাল হাফিজ গ্লুকোমায় আক্রান্ত, এর পাশাপাশি তিনি কিডনি, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতার মতো বেশকিছু শারিরীক সমস্যায় ভুগছেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।