খবরবিনোদন জগৎ

আবারও পর্দায় ফিরছে শাকিব বুবলি জুটি!

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরবেন শাকিব বুবলি জুটি। অথচ ক’দিন আগেও সিনেপাড়ায় জোর গুঞ্জন উঠেছিল আর হয়ত এক ফ্রেমে দেখা যাবে না ঢাকাই ছবির আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীকে! রব উঠেছিল, আবারও সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে নতুন ছবিতে আসবেন শাকিব। আর এতেই প্রথম গুঞ্জনটা ছড়িয়েছে জোর গতিতে।

শাকিব ও বুবলীর সর্বশেষ ছবি ‘বিদ্রোহী’ মুক্তি পাবে এ বছরই। তবে তার নির্মাণ কাজ শেষ হয়েছে বছর চারেক আগেই। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বীর’ ছবিতে তারা সবশেষ একসঙ্গে পর্দায় এসেছিলেন।

আর ২০২১ সালের মার্চে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে তারা সর্বশেষ চুক্তিবদ্ধ হন। শ্যুটিংয়ের কাজও শেষ করেন। এরপর দু’জনই আলাদা সহশিল্পীর সঙ্গে ব্যস্ত হয়েছেন ক্যামেরার সামনে।

আরও পড়ুন# পঞ্চগড়ে উদ্ধার করা হয়েছে ১৬ কেজির কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি!

কিন্তু দু’জনই দু’জনকে যেন এড়িয়ে গেছেন। নতুন কোনো চুক্তিতেও আর থাকছেন না তারা। আর এতেই সবাই প্রশ্ন তুলেছিল, শাকিব-বুবলি আর একসঙ্গে ক্যামেরার সামনে আসবেন না? এই প্রশ্নের ছোট্ট উত্তর হচ্ছে, হ্যাঁ, আসবেন। আর তা এ মাসেই।
আরও নির্দিষ্ট করে বললে চলতি সপ্তাহেই তারা মুখোমুখি হবেন। কারণটা সর্বশেষ ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমার একটি গানে অভিনয় করবেন তারা।

এর মাধ্যমে দীর্ঘ ১০ মাস পর সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াবেন ঢাকাই ছবির পোস্টার বয় শাকিব খান ও হালের সেনসেশন শবনম বুবলি। শ্যুটিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’র পরিচালক তপু খান। তবে তিনি নির্দিষ্ট করে দিনক্ষণটা বলতে চাননি।

এই নির্মাতা গণমাধ্যমকে বলেন, আমরা দ্রুতই ‍শুটিং শুরু করব। শাকিব খান ঢাকায় ফেরার পর তিনি শ্যুটিংয়ের ব্যাপারে ইঙ্গিতও দিয়েছেন। একটি গান হলেই ছবিটির কাজ পুরোপুরি শেষ হবে। এর মাধ্যমেই আবারও পর্দায় ফিরবেন এই জুটি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন শাকিব খান। যেখানে অংশ নেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।