ক্রিকেটখেলাধুলা

আবারও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব!

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আবারও শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবিকে হটিয়ে নিকের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলপতি।

গত বছরের নভেম্বরে নবির কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও শীর্ষে ফিরলেন এই অলরাউন্ডার। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) আইসিসির নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে এমনটাই দেখা গেল।

২৪৮ রেটিং নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন সাকিব। ২৪৬ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। ইংলিশ অলরাউন্ডার মঈন আলি আছেন তৃতীয় স্থানে। তার রেটিং ২২১।

আরও পড়ুন: শেয়ার বাজার কারসাজিতে ফেঁসে যাচ্ছেন সাকিব!

সদ্য সমাপ্ত এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেটির পুরস্কারও পেলেন তিনি। চার ধাপ এগিয়ে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে চারে উঠে এসেছেন এই লঙ্কান। তার রেটিং পয়েন্ট ১৮৪। তাছাড়া বোলার র‌্যাংকিংয়েও বড়সড় লাফ দিয়েছেন হাসারাঙ্গা। তিন ধাপ এগিয়ে সেরা ছয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়ার বড় প্রাপ্তি বিরাট কোহলির ফর্মে ফেরা। প্রায় তিন বছর পর যে কোনো ফরম্যাটে সেঞ্চুরির দেখা পেয়েছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রহও তার। টুর্নামেন্টে ২৭৬ রান করেছিলেন তিনি। তাতে টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাংকিংয়েও বড় উন্নতি হয়েছে কোহলির। ১৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন ভারতীয় এই ব্যাটসম্যান।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।