প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি
আবার বাবা হচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ!

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফের বাবা হতে যাচ্ছেন। বুধবারে (২১ সেপ্টেম্বর) তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট হতে একটি পোস্টে জানিয়েছেন— অনেক অনেক ভালোবাসা। আমি জানাতে পেরে আনন্দিত যে ম্যাক্স ও আগস্ট, আগামী বছর তাদের নতুন বোন পেতে যাচ্ছে।
আরও পড়ুন# যেভাবে পেনড্রাইভে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ রাখবেন!
জানা যায়, মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের ম্যাক্স ও আগস্ট নামের দুইটি সন্তান রয়েছেন। আর এর মধ্যেই আবার বাবা হওয়ার সুখবর দিলেন বিশ্বের ধনী এই দম্পতি।
উল্লেখ্য, মার্কের প্রথম সন্তান ম্যাক্স ২০১৫ সালে জন্মগ্রহণ এবং ম্যাক্সের জন্মের সময় জাকারবার্গ তাদের সম্পদের অধিকাংশই দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা দেন।
আরও পড়ুন# গুগল ভুলবশত দুই কোটি টাকা পাঠাল হ্যাকারের অ্যাকাউন্টে, অতঃপর..