আবিষ্কার হলো মানুষের শরীরের নতুন অঙ্গ!

বিজ্ঞানীরা এবার মানুষের শরীরে নতুন আরেকটি অঙ্গ আবিষ্কার করল। যা নিয়ে এখন মানুষের শরীরে মোট অঙ্গের সংখ্যা দাঁড়াল ৭৯। বহুমুখী প্রতিভার অধিকারী লিওনার্দো দ্য ভিঞ্চি প্রায় ৫০০ বছর পূর্বে নাকি এমনটাই অনুমান করে গিয়েছিলেন। আর সেই অনুমানের অবশেষে সত্যতা প্রমাণ করলো আধুনিক চিকিৎসা বিজ্ঞান। ছিল মানুষের শরীরে আরও একটি অজানা অঙ্গ। আর সেই অজানা নতুন অঙ্গটির নাম হলো মেসেনটারি।
মেসেনটারিকে এতদিন পৌষ্টিক তন্ত্রের কিছু আলাদা আলাদা ক্ষুদ্র অংশ ভাবা হতো। কিন্তু, নতুন গবেষণার ফল প্রমাণ করলো মেসেনটারি একটি পূর্ণ অঙ্গ। তবে বিজ্ঞানীরা মেসেনটারির কাজ নিয়ে স্পষ্ট কোনো ধারণা পাননি। এই মেসেনটারি অঙ্গটি আবিষ্কার করেছেন আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল লিমারিকের বিশেষজ্ঞ জে ক্যালভিন কফি।
বিজ্ঞানী কফি জানান— ‘গবেষণার নতুন এক দিগন্ত খুলে দিয়েছে এই মেসেনটারি অঙ্গ হিসাবে আবিষ্কার হওয়াটা। তবে মানুষের পেটের নানা রোগের ক্ষেত্রে এই মেসেনটারির কী অবদান রয়েছে তা এখনো বিস্তর গবেষণার বিষয়।’
তিনি আরও বলেন— ‘কেবল মেসেনটারির গঠনতন্ত্র আবিষ্কার হয়েছে। কিন্তু এই অঙ্গের কাজ নিয়ে গবেষণা করা দরকার। মেসেনটারির কী কাজ জানতে পারলে, তার অস্বাভাবিক কাজও বোঝা সম্ভব হবে। এর ফলে রোগও ধরা পড়বে।’
উল্লেখ্য, মেসেনটারি হলো পেরিটোনিয়ামের জোড়া ভাঁজের অংশ বা পাতলা আস্তরণ, যেটি ক্ষুদ্রান্তকে ধরে রাখতে সাহায্য করে। মেসেনটারি অঙ্গ হিসাবে আবিষ্কারের পর মানুষের শরীরে বর্তমানে অঙ্গের সংখ্যা দাঁড়াল ৭৯ টি।
ক্যালভিন কফির এই নতুন অঙ্গ আবিষ্কারের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নালে। এছাড়াও মেসেনটারিকে বিশ্বের জনপ্রিয় মেডিক্যাল বই গ্রেস অ্যানাটমিতেও নতুনভাবে আপডেট করা হয়েছে।