আবিষ্কার হলো ১৮ লাখ বছর আগেকার মানুষের দাঁত!

সম্প্রতি পূর্ব ইউরোপের জর্জিয়ায় আবিষ্কার হলো আদিম মানুষের একটি দাঁত। গবেষকদের মতে, এই দাঁতটি আনুমানিক ১৮ লাখ বছর আগেকার। এছাড়াও জর্জিয়া হলো প্রাচীনকালে আফ্রিকা মহাদেশে মানুষের বসতি গড়ে ওঠার অন্যতম কেন্দ্রস্থল। মনে করা হয় আফ্রিকা মানব জাতির সূতিকাগার।
এক্ষেত্রে জর্জিয়ার অবস্থান সম্পর্কে ধারণা আরও পোক্ত হলো এই দাঁতটি আবিষ্কারের পর। জর্জিয়ার একদল গবেষক খনন কাজ করতে গিয়ে আবিষ্কার করেন দাঁতটি। এই দাঁতটি জর্জিয়ার রাজধানী তিবলিস হতে প্রায় ৬০ মেইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরোজমানি গ্রামে পাওয়া গেছে। ওই জায়গাটি মূলত দিমানিস নামক অন্য আরেকটি স্থানের নিকটবর্তী, যে দিমানিসে গত ২০০০ সালের দিকে সন্ধান মিলেছিল ১৮ লাখ বছর আগেকার মানুষের খুলির।
আরও পড়ুন# ৩১ হাজার বছর আগেও অপারেশন হয়েছিল?
উল্লেখ্য, দিমানিসের সেই আবিষ্কার তখন তাৎপর্যপূর্ণ ছিল। কেন না, সেটিই ছিল আফ্রিকার বাইরে কোনো অঞ্চলে পাওয়া প্রাচীন মানুষের নির্দশন৷ আর এই দাঁতটি ওরোজমানিতে পেয়েছেন ব্রিটিশ শিক্ষার্থী জ্যাক পিয়ার্ট এবং তিনি এই সম্পর্কে বলেন— জর্জিয়া প্রাচীন মানুষের জীবাশ্মের গবেষণায় গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে।
তাছাড়াও অনুসন্ধানকারী দলের শিক্ষার্থীরা বলছেন— আফ্রিকা মহাদেশের বাইরে আদি মানুষের বসতির অন্যতম একটি কেন্দ্র হতে পারে জর্জিয়ার ওই অঞ্চল। এটি ইউরোপের প্রাগৈতিহাসিক মানববসতিগুলোর অন্যতম।
খননকাজে অংশগ্রহণকারী গবেষকদের নেতা জিওর্গি বিদজিনাশভিলি জানান, দিমানিসে প্রাপ্ত মাথার খুলির মানুষ যে প্রজাতির, তার সঙ্গে ওরোজমানির মানুষের প্রজাতিগত সম্পর্ক রয়েছে।