আবু হেনা রনির অবস্থা জানতে হাসপাতালে আইজিপি!

আবু হেনা রনির অবস্থা জানতে আজ সোমবার বেলা সাড়ে এগারোটার সময়ে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে যান পুলিশের আইজিপি বেনজীর আহমেদ।
তিনি প্রথমে একই দুর্ঘটনায় দগ্ধ বাকি দুইজনকে দেখতে যান, এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। এরপর চিকিৎসকদের সাথে তাদের স্বাস্থ্যের ব্যাপারে কথা বলেন।
আইজিপি বেনজীর আহমেদ গণমাধ্যমকে জানান, ‘আমি আবু হেনা রনির সাথে কথা বলেছি, আহতদের খোঁজ নিয়েছি। তাদের মনোবল ও সাহস রয়েছে। আল্লাহর রহমতে তারা এখন আগের চেয়ে কিছুটা ভালো।
আরও পড়ুন# আলিয়ার খোঁজ না পেলে বাথরুমেও যান না রণবীর!
আইজিপি বার্ন ইউনিটের চিকিৎসকদের প্রশংসা করে আরও জানান, তারা তাদের সর্বোচ্চটা ব্যবহার করে আহতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তারা সবাই অনেক বড়মাপের ও অভিজ্ঞ চিকিৎসক।
এদিকে চিকিৎসক সামান্ত লাল সেন বলেন, আহতরা আগের চেয়ে এখন কিছুটা ভালো আছেন, তারা বেশ সংগ্রাম করছেন ভালো হওয়ার জন্য। তবে আমি প্রতিবারই একটি কথা বলি, তারা সবাই যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে উঠছে, তাদের বাড়ি না ফেরার আগ অব্ধি পুরোপুরি স্পষ্ট ভাবে কিছু বলা যাবে না। তারা এখনো আশঙ্কামুক্ত নন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠানস্থলের পাশে গ্যাস বেলুন মাটিতে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মীরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দগ্ধ হন আরও পাঁচজন।