আবেগে পাপমুক্ত ছবি বলে ফেলছি : রাসেল মিয়া

গেল শুক্রবার (২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‘ভাইয়ারে’ শিরোনামের সিনেমাটি। এই সিনেমাতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রাসেল মিয়া । এছাড়াও এই সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, জারা, হেলেনা জাহাঙ্গীর। মুক্তির আগে থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মন্তব্যের কারনে সমালোচনা ও ট্রলের কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। কয়েকদিন আগেই এই সিনেমা নিয়ে হেলেনা জাহাঙ্গীরের একটি বক্তব্য বেশ হাস্যরসের সৃষ্টি করে। তিনি বলেন, ‘ভাইয়ারে ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না, অজু করে ছবি দেখে আবার গিয়ে নামাজ পড়তে পারবেন।’
হেলেনা জাহাঙ্গীরের এই বক্তব্য নেট দুনিয়ায় তুমুল হাস্যরস সৃষ্টির কয়েকদিন পরই এই সিনেমার আরেক অভিনেতা রাসেল মিয়ার মন্তব্যও নেট মাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করার এক পর্যায়ে তিনি ‘ভাইয়ারে’ সিনেমাটিকে একমাত্র ‘পাপমুক্ত’ সিনেমা বলে দাবি করেন। কসম খেয়ে এই দাবি করার একপর্যায়ে আবেগপ্রবন হয়ে কেঁদেও ফেলেন এই অভিনেতা। যা নেটমাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ শোরগোল ফেলে দেয়।
আরও পড়ুন# ললিতের সঙ্গে সম্পর্ক ভেঙে আবারও পুরোনো প্রেমিকে মজলেন সুস্মিতা?
তার মন্তব্য নিয়ে সমালোচনা হলে রাসেল মিয়া বলেন, ‘আমি বলতে চেয়েছিলাম, আমি বা আমার টিম ব্যক্তিগতভাবে কোনো পাপ করেনি। আমি বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি ইন্ডাস্ট্রিতে হাজার হাজার ভালো মানুষ রয়েছে যারা কোনো প্রকার পাপ কাজের সঙ্গে যুক্ত নয়। তারা শুধু সংস্কৃতিকে ভালোবেসেই ছবির সঙ্গে যুক্ত হয়েছে, ছবি বানাচ্ছে। আমি এটাই বোঝাতে চেয়েছিলাম।’
রাসেল মিয়া আরো জানান সিনেমা মুক্তির দিন তিনি হল হাউসফুল দেখে আবেগাপ্রবণ হয়ে পড়েন, আর তাই তিনি কসম কেটে এমন মন্তব্য করে ফেলেন। যার জন্য তিনি অনুতপ্ত বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমি হলে গিয়ে দেখলাম আমার ছবি হাউসফুল।যা দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি।আর নিজের আবেগ সামলাতে না পেরে পাপমুক্ত বলে মন্তব্য করে ফেলি কসম কেটে।আমি সিনেমাকে হারাম বা হালাল বোঝাতে চাইনাই।’
তিনি ক্ষমাপ্রার্থনা করে বলেছেন কেউ যদি তার কথায় কষ্ট পেয়ে থাকে তাহলে যেন তাকে ক্ষমা করে দেন। তিনি বলেন, ‘আমার কথায় যদি ধর্মপ্রাণ মুসল্লিরা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কারো বিশ্বাসে আঘাত করতে চাইনি।’
প্রসঙ্গত, সিনেমাটি একদম বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে গত ২৪ জানুয়ারি। সিনেমাটির প্রযোজক ফখরুল হোসেন। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। এটি পাঁচটি হলে মুক্তি পেয়েছে।