বিজ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি

সূর্যের রং সোনালি নয়, বরং ধবধবে সাদা: নাসা

আমরা ছোটো হতে জেনে এসেছি সূর্যের রং লাল, কমলা কিংবা সোনালি, কিন্তু এর একটিও সূর্যের প্রকৃত রঙ নয়। এমনই এক অবাক করা কথা জানালেন মহাকাশ বিজ্ঞানীরা। তারা আরও জানালে মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী স্কট কেলি, সূর্যের আসল রঙ ধবধবে সাদা’।

সম্প্রতি টুইটারে ‘লেটেস্ট ইন স্পেস’ নামক একটি টুইটার অ্যাকাউন্ট হতে এই বিষয়ে একটি টুইট করা হয়। তারা জানান, বিষয়টি সত্য এবং মহাকাশ হতে দেখা সূর্যের আদতে কোনো রঙ থাকে না।

তবে প্রশ্ন হলো, কেনভদিনের বিভিন্ন সময়ে সূর্যকে এমন আলাদা আলাদা রঙে দেখা যায়? বিজ্ঞানের কাছে এর উত্তর অবশ্য আছে। সাদা রঙের মধ্যে থাকে সাদা আরও ৭ টি রঙ। যেমন:বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল।

আর এসব রকমের রঙের আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক ভিন্ন। যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে যখন রশ্মিগুলো প্রবেশ করে তখন তাদের যে প্রতিসরণ হয়, তার মানও হয় ভিন্ন। আর আমরা হলুদ, কমলা, লালের মতো রশ্মিগুলোকেই বেশি দেখতে পাই। ফলে সূর্যের রঙকে তাই মনে হয়। তবে মহাকাশে বায়ুমণ্ডল থাকে না, ফলে সব রশ্মি একত্রে দেখা যায়। যার জন্য সূর্যকে সাদা মনে হয়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।