‘আমরা আর একসাথে নাই’ স্ট্যাটাস, মাহিয়া মাহির ফেসবুক হ্যা’ক’ড!

রবিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে হঠাৎই রহস্যময় পোস্ট দেখা যায় চিত্র নায়িকা মাহিয়া মাহির ফেসবুক অ্যাকাউন্টে। সেখানে লেখা, ‘আমরা আর একসাথে নাই’! হঠাৎ এই রহস্যজনক পোস্টে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে ভক্ত ও অন্যান্যদের মনে, কেন নেই বা কার সঙ্গে নেই মাহি?
অনেকে আবার মন্তব্যের ঘরে জিজ্ঞাসা করেছেন, মাহিয়া মাহির কি তাহলে আবারও সংসার ভাঙতে চলেছে? তবে এখনো এই নিয়ে কোনো কিছু বলেননি মাহি। ভক্তদের অনেকের মনে অবশ্য এটাও এসেছে যে, মাহির ফেসবুক আইডি কি হ্যা’ক হলো তবে?
আরও পড়ুন# ইসলামের জন্য অভিনয় ছাড়লেন ভোজপুরি অভিনেত্রী!
ফেসবুকে পোস্টটি দেওয়ার মাত্র ১৫ মিনিটে মধ্যেই তাতে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট পড়ে গেছে। মন্তব্য করেছেন আরও অনেকেই। তবে আধা ঘণ্টা পর সেই পোস্ট সরিয়ে ফেলেন মাহি। এরপর তিনি আবার পোস্ট দেন, ‘আমি ছাড়াও আমার প্রোফাইলে কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কী ভয়ানক!’
এই স্ট্যাটাস’টির অর্থ- তার ফেসবুক হ্যা’ক হয়েছিল। কিন্তু স্ট্যাটাস প্রসঙ্গে জানতে মাহি ও তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কাউকেই পাওয়া যায়নি।