আমাদের মেয়েরা সুপ্ত নারী বিদ্বেষী দানবদের বুড়ো আঙুল দেখিয়েছে: জয়া আহসান

আমাদের মেয়েরা সুপ্ত নারী বিদ্বেষী দানবদের বুড়ো আঙুল দেখিয়ে এক নতুন আলোকিত বাংলার উদ্দেশ্যে জয়যাত্রা শুরু করেছে এমনটাই মনে করেন জয়া আহসান।
‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ’ প্রথমবারের মতোন হয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সোমবার (১৯ সেপ্টেস্বর) সন্ধ্যায় নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বিপক্ষ দল নেপালকে হারিয়ে ছিনিয়ে আনে অনন্য ও ঐতিহাসিক এই বিজয়। বুধবার দুপুরে স্বপ্নের সেই ট্রফি নিয়ে দেশে ফিরেছেন বাংলার বাঘিনীরা। চলছে চ্যাম্পিয়ন হওয়া নারীদের বরণ করে নেওয়ার ধুম।
আরও পড়ুন# হৃতিকের অ’ন্তর্বাস নিয়ে অভিযোগ শ্রীলেখার!
বাংলার বাঘিনী এইসব নারীদের ঐতিহাসিক এই বিজয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই চলছে আনন্দের বন্যা। বিজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন-শুভেচ্ছা-প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সবাই। এই দলে এক হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
সেই দলে যোগ দিয়ে চ্যাম্পিয়ন মেয়েদের সঙ্গে সেলফি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়া আহসান। ক্যাপশনে লিখেছেন, ‘স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবজ্জ্বল অবদান আমাদের মুক্তিযুদ্ধেকালীন সংগ্রামে এক জাদুময়ী নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। আজ সাফ জয়ী নারী ফুটবল দলের এই ঐতিহাসিক জয় যেমন আমাদের গোটা বাংলাদেশকে একত্র করেছে। ঠিক তেমনি আমাদের মেয়েরা সুপ্ত নারীবিদ্বেষী দানবদের বুড়ো আঙুল দেখিয়ে এক আলোকিত নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করল।’
মেয়েদের ফুটবলের সঙ্গে জয়া আহসানের সম্পর্ক আজকের নয়, বেশ পুরনো। ২০১৯ সালে ‘বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক নারী গোল্ডকাপ’-এর প্রথম আসরে তিনি শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছিলেন। সেই সময় থেকে নারী ফুটবলারদের পাশে ছিলেন তিনি। তাদের সংগ্রামের কথা শুনতেন, সাহস যোগাতেন, স্বপ্ন দেখাতেন। গত সোমবার সাফ ফাইনাল জয়ের পরও নিজের সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেন জয়া আহসান।