আমেরিকায় মেশিন রিডেবল পাসপোর্টের কথা ভাবা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের সুবিধার্থে আমেরিকায় মেশিন রিডেবল পাসপোর্ট চালুর কথা ভাবা হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জনানো হয়। এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন।
বর্তমানে জাতিসংঘ কর্তৃক আয়োজিত তৃতীয় চিফ অব পুলিশ সামিট (ইউএনসিওপিএস) ও অন্যান্য কর্মসূচিতে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আরও পড়ুন# এবার প্রকাশিত হলো ট্রাম্পের বাড়ি থেকে জব্দ করা জিনিসপত্রের তালিকা!
শীঘ্রই ই-ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা খুব শীঘ্রই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছি। আশা করি, এমওইউ স্বাক্ষরিত হলে ছয় মাসের মধ্যে ই ভিসা দেয়া শুরু করতে পারবো।
মন্ত্রী বলেন, দেশের সব নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এনআইডি বিতরণ কর্মসূচীর কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সরকার প্রকল্পটি নিয়ে শীঘ্রই পুরোদমে কাজ শুরু করবে। প্রবাসীরা যাতে বিদেশে বাংলাদেশ দূতাবাস থেকে এনআইডি কার্ড পেতে পারে তার পরিকল্পনাও হাতে নেওয়া হচ্ছে।