খবরবিনোদন জগৎ

আলিয়ার খোঁজ না পেলে বাথরুমেও যান না রণবীর!

গত এপ্রিলে বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ককে বিয়ের রূপ দিয়েছে। আর এই তারকা দম্পতির বিয়ে-সংসার নিয়ে আলোচনা সমালোচনার যেন শেষ নেই। এই আলোচনার মধ্যেই গত জুনে তারা সুখবর দেয়, তাদের ঘরে আসছে নতুন অতিথি; আলিয়া মা হতে চলেছে।

সম্প্রতি ঋষি পুত্র রণবীর এক সাক্ষাৎকারে, বিয়ের পর রণবীর কী ঠিক আগের মতোই আত্মনির্ভরশীল রয়েছে না কি বিয়ের পর তাঁর ভিতরেও পরিবর্তন এসেছে? জীবনসঙ্গীর ওপর ঠিক কতটা নির্ভর করেন তিনি, এই ধরনের প্রশ্নে উত্তর দিলেন।

রণবীর জানিয়েছে, সে বড়াই করে বলতে পারে যে সে আত্মনির্ভরশীল। তবে, সে এর বাইরে গিয়েও আলিয়ার ওপর নির্ভরশীল। সব সময় আলিয়াকে তার পাশে চায়। রণবীর আরও বলেন— আলিয়া কোথায় আছে তা না জেনে সে বাথরুমে অবধি যান না। খাওয়া দাওয়া করেন না। কোনো কাজ করেন না। সব সময় চায় আলিয়া তার সাথে থাকুক। এতে তাদের মধ্যে রোমান্টিক কোনো বিষয় না ঘটলে তাতে কিছু যায় আসে না। একে অপরের পাশে চুপচাপ বসে থাকলেও একত্রে থাকতে চান তারা। তাদের সম্পর্কের ভীত অনেক মজবুত।

উল্লেখ্য, এই জুটির অভিনীত একটি সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমাটির নাম ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। ইতোমধ্যে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।