আল্লু অর্জুনের সিনেমার রিমেক করছেন কার্তিক আরিয়ান!
উঠতি নায়কদের মাঝে সম্ভাবনাময় নায়ক কার্তিক আরিয়ান। সম্প্রতি তার সিনেমা ‘ভুল ভুলাইয়া-২’ মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসায় ভাসছেন। এবার আল্লু অর্জুনের সিনেমার রিমেক করছেন কার্তিক আরিয়ান!
কার্তিক আরিয়ান বলিউডে প্রথম সারির নায়কদের মাঝে অন্যতম হয়ে উঠেছেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ভুল ভুলাইয়া-২’ করার পর থেকে প্রসংশা কুড়াচ্ছেন। এবার তিনি একটি সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি তার ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেটের সিনেমাও বটে। ছবিটি পরিচালনা করবেন কবির খান, প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
ভারতীয় মিডিয়ার মতে, তিনজনই এই সিনেমা নিয়ে খুবই আশাবাদী। সিনেমাটি সালমান খানের টাইগার সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর শুরু হবে।
এ সিনেমাটির গল্প, চরিত্র, নায়িকা নিয়ে কিছুই এখনও জানা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের ধারণা, সিনেমাটি তেলেগু অভিনেতা আল্লু আর্জুনের সিনেমা আলা বৈকুন্ঠাপুরামুলোর রিমেক। প্রথম লুক প্রকাশ হওয়ার পর থেকে গুঞ্জন আরও সত্যি হচ্ছে। চূড়ান্ত ঘোষণা আসার পর বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে জানা যাবে।
দর্শক এই মুভিটি রিমেক করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আল্লু অর্জুনের সিনেমাটি বক্সঅফিসে সাফল্য দিলেও দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছিল বলেও ধারণা করা হয়। এছাড়া আল্লাহ অর্জুনের মতো সিরিয়াস চরিত্রে কার্তিক আরিয়ানকে এর আগে দেখা যায়নি। কার্তিক আরিয়ান কমিডি ও রোমান্টিক ঘরানার সিনেমাতেই সীমাবদ্ধ ছিলেন এতদিন। তাই এই সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়ে কার্তিক কতটা সাফল্য পাবে সেটিই এখন দেখার বিষয়।
#আরও পড়ুন: শাহরুখ খানের ছেলে আরিয়ান নাইটক্লাবে!