আসলো গুগল ম্যাপসের নতুন তিন ফিচার, সাশ্রয় হবে জ্বালানি!
বর্তমানে গুগল ম্যাপস খুবই প্রয়োজনীয় অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই চেনা বা অচেনা জায়গায় ভ্রমণ সহজ হয়ে ওঠে। আর মাউন্টেন ভিউভিত্তিক গুগল আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত আরও উন্নত করছে নিজেদের প্লাটফর্মকে। গ্রাহকদের জন্য যোগ করতে আরও বেশি সুযোগ-সুবিধা। এরই ধারাবাহিকতায় এবার গুগল ঘোষণা দিলো, গুগল ম্যাপসে নতুন তিনটি ফিচারের। তারা ইকো-ফ্রেন্ডলি রাউটিং, ইমারসিভ ভিউ ও সাইকেলিস্টদের জন্য দিকনির্দেশনার ফিচার এনেছে।
তো চলুন জেনে নিই তিন ফিচার সম্পর্কে—
১| ইকো-ফ্রেন্ডলি রাউটিং—
এই ইকো ফ্রেন্ডলি রাউটিং ফিচারটি গুগল ম্যাপসে যোগ করার ঘোষণা অনেকদিন আগেই দেওয়া হয়েছি। এই ফিচারের ফলে গুগল ম্যাপস ব্যবহারকারীদের অ্যাপটি তার দেওয়া স্থানে পৌঁছাতে দ্রুত ও সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী পথের সন্ধান দেবে। তাছাড়াও ব্যবহারকারীদের গ্যাস সাশ্রয়েও সহায়তা করবে। এমনকি এই অ্যাপ ভ্রমণের গতি এবং রাস্তার নানা বাক গর্তের মতো বিষয়গুলো সামলে নিয়ে কার্বন নিঃসরণ কমাতেও সহায়তা করবে। আর এই গুগল ম্যাপ এখন অবধি দ্রুততম রুটগুলোর সন্ধান দিতে পারবে। সবমিলিয়ে বর্তমানে যখন গ্যাসের দাম চড়া তখন ইকো-ফ্রেন্ডলি দিকনির্দেশনামূলক ফিচারটি দারুণ প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন# রেডমি ফোন বিস্ফোরণে এক নারীর মৃত্যু!
২| ইমারসিভ ভিউ—
এই ইমারসিভ ভিউ ফিচারটি তৈরি করা হয়েছে স্ট্রিট ভিউ ডাটা এবং এরিয়েল ইমেজসহ আধুনিক প্রজন্মের প্রযুক্তির সংমিশ্রণে। আর এই প্রযুক্তিগুলো মূলত বিশ্বের একটি ডিজিটাল মডেল তৈরিতে সহযোগিতা করে। এই ইমারসিভ ভিউ মুডের মাধ্যমে গুগল ম্যাপস জনপ্রিয় স্থানগুলোর বিস্তারিত বর্ণনাসহ একটি থ্রিডি সংস্করণ দেখাবে ব্যবহারকারীকে।
সর্বপ্রথমে ইমারসিভ মুড ব্যবহারকারীকে জনপ্রিয় স্থানগুলোকে অনুসন্ধান করার সুযোগ করে দিবে, এরপর কিছু নির্ধারিত সেটিংসের সুবাদে স্থানগুলোর দিন এবং রাতের অবস্থা বোঝা যাবে।
৩| সাইকেলিস্টদের জন্য দিকনির্দেশনা—
এছাড়াও গুগল ম্যাপসে সাইক্লিং নেভিগেশনও যোগ হচ্ছে। এর মাধ্যমে গ্রাহক যদি গাড়ি চালাতে না চায়, বরং বাইক চালাতে ইচ্ছুক হয়। তখন গন্তব্যে পৌঁছানের জন্য ধাপে ধাপে নির্দেশনা দেবে এই অ্যাপটি। কেন না, বাইক চালানোর সময় মোবাইল ব্যবহার করা নিরাপদ নয়৷ সাইক্লিংয়ের ক্ষেত্রে দিকনির্দেশনার জন্য গুগল ম্যাপস একটি নতুন ইউআই পাচ্ছে যেখানে রিয়েল টাইমে হালনাগাদ করা ইটিএ, রাস্তার উচ্চতা এবং ভ্রমণের অগ্রগতির মতো অতিরিক্ত তথ্য থাকবে।