জাতীয়সন্দেশ

ফরিদপুরে কৃষকের ১০০ ড্রাগন গাছ কে’টে দিয়েছে দুর্বৃত্তরা!

গত মঙ্গলবার (৪ অক্টোবর) ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের অন্ধকারে আজমি রহমান নামে এক কৃষকের ড্রাগন ও লেবু বাগানের গাছ কে’টে দিয়েছে দুর্বৃত্তরা। ১০০টি ড্রাগন গাছ ও ৩০টি লেবু গাছ কে’টে ফেলায় সর্বশান্ত হয়ে গেছেন সেই কৃষক।

এ ঘটনায় বুধবার (৫ অক্টোবর) দুপুরে কৃষক আজমি রহমান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের পাশে এ ঘটনা ঘটে।

পরে বুধবার বিকেলে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র, স্থানীয় পৌর কাউন্সিলর ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকের বাগান পরিদর্শন করেন।

স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলা সদরের মিঠাপুর গ্রামের প্রয়াত ফজলুর রহমানের ছেলে আজমি রহমান (২৯) তার ২১ শতাংশ জমিতে বিদেশি ড্রাগন গাছ ও চায়না জাতের সিডলেস লেবু গাছ বাণিজ্যিকভাবে চাষ করে দীর্ঘদিন পরিচর্যা করে আসছিল। বর্তমানে ড্রাগন ও লেবু গাছগুলোতে ফল ও ফুল ধরতে শুরু করেছে। কিন্তু রাতের আঁধারে কে বা কারা বাগানের ১০০ ড্রাগন গাছ ও ৩০টি লেবু গাছ কে’টে ফেলে।

আরও পড়ুন: বাবা আমি নির্যাতন সহ্য করতে পারছি না: সৌদি থেকে গৃহকর্মীর আর্তনাদ!

সংবাদমাধ্যমকে ক্ষতিগ্রস্ত কৃষক আজমি রহমান বলেন, ‘পড়াশুনা শেষ করে উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, ব্যাংক থেকে ঋণ করে বাগানটি কষ্ট করে গড়ে তুলেছি। কিন্তু দুর্বৃত্তরা এত বড়ো ক্ষতি করে দিলো আমার।’

দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান এ বিষয়ে বলেন, ‘গাছের সঙ্গে এমন শত্রুতা খুবই দুঃখজনক। এটা মেনে নেওয়া খুবই কষ্টদায়ক। আজমি রহমান চাকরির পেছনে না দৌঁড়ে দিন-রাত পরিশ্রম করে এ বাগানটি গড়ে তুলেছেন। বাগানের এত বড় ক্ষতি করল দুর্বৃত্তরা।’

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় বাগান মালিক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।