ক্রিকেটখেলাধুলা

ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান!

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সাত ম্যাচের বিশাল লম্বা টি-টোয়েন্টি সিরিজ, পাকিস্তানের জন্য শুরুটা হলো হার দিয়ে। পাকিস্তানের ঘরের মাঠেই মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাবর আজমদের ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বেঁধে দেয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ বল হাতে রেখেই ম্যাচ জিতেছে সফরকারীরা।

করাচিতে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ফিলিপ সল্ট আউট হয়ে ফেরত যান ১০ রানে। এরপর হ্যারি ব্রুক, আলেক্স হেলসদের দাপুটে ব্যাটিংয়ে ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড । ব্রুক ২৫ বল থেকে ৪২ রান করেন। হেলসের ব্যাট থেকে ৪০ বলে আসে ৫৩ রান। পাকিস্তানের হয়ে ২টি উইকেট নেন উসমান কাদির। শাহানেওয়াজ দাহানি ও হারিস রউফ তুলে নেন একটি করে উইকেট।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ৪ উইকেটের জয় অস্ট্রেলিয়ার!

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৫৮ রান। ব্যাট করতে নেমে শুরুতেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন স্বাগতিক দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে রিজওয়ান অবশ্য সুযোগ বুঝে হাত খুলে খেলার চেষ্টা করেছেন।

২৪ বলে ৩১ রান করে দলীয় ৮৫ রানে আউট হয়ে ফেরত যাব অধিনায়ক বাবর আজম। ওয়ান ডাউনে এসে ১৩ বলে ১১ রান তুলে ফেরত যান হায়দার আলি। ইনিংসের ১৫তম ওভারে মঈন আলির বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে রিজওয়ানও প্যাভিলিয়নে ফেরেন। ৪৬ বল থেকে ৬ চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৬৮ রান।

রিজওয়ানের বিদায়ের পর ইফতিখার আহমেদ ১৭ বলে ২৮ রান করে আউট হলেও বাকি ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। আর তাতে ১৫৮ রানে থামে পাকিস্তানের ইনিংস।

ইংলিশদের হয়ে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন অভিষিক্ত লুক উড। এছাড়াও ২৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন আদিল রশিদ। একটি করে উইকেট পেয়েছেন স্যাম কুরান ও মঈন আলি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।