জাতীয়সন্দেশ

ইউপি ভবনে তালা ঝুলানো, দখল নেওয়ার অভিযোগ!

ঠাকুরগাঁওয়ে ইউপি ভবন দখলের অভিযোগ উঠেছে। জমি নিয়ে দ্বন্দ্ব করে একটি ইউনিয়ন পরিষদের কক্ষে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ এসেছে। হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটেছে। হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে স্কুলের জমি উদ্ধার করতে কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন তিনি। অপরদিকে পরিষদ ভবন তালাবন্ধ থাকায় সকল প্রকার সেবা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার।

গতকাল শনিবার (৩০ জুলাই) বিকেলে হরিপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে যে, তালা ঝুলছে পরিষদ ভবনের প্রতিটি দরজায়। ইউনিয়নবাসী এতে ক্ষোভ প্রকাশ করেন।

হরিপুর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত সচিব মিজানুর রহমান জানান, পরিষদে তালাবন্ধ থাকায় উনারা বাহিরে অবস্থান করছেন। যার ফলে ইউপির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘ত্রিশ বছর ধরে পরিষদের জমি তারা নিজেদের বলে দাবি করছেন। যদিও এই দাবির কোনো ভিত্তি নেই। শুক্রবার সকালে শিক্ষক জামাল উদ্দিনের নেতৃত্বে কিছু লোকজন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়। স্কুলের পিয়ন নুরুল ইসলাম পরিষদসহ আমাদের আরও আটটি দোকানে তালা ঝুলিয়ে দেন।’

এ ব্যাপারে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিয়ন নুরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক তাকে নির্দেশ দিয়েছেন। তাই তিনি তালা লাগিয়েছেন। অপরদিকে পরিষদে তালা লাগানোর নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করে প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিতে তারা অবৈধভাবে আছেন। তাই তিনি বেদখলে থাকা আটটি দোকানে তালা দিতে বলেছি। পরিষদে তালা দেওয়ার নির্দেশ তিনি দেননি বলেও তিনি জানান।

হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহি আক্তার শিখা বলেন, বিষয়টি নিয়ে তার কাছে অভিযোগ গিয়েছে। প্রধান শিক্ষককে তিনি তালা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং বিষয়টি দ্রুতই সমাধান আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: শিশুদের জন্য ১৫ লাখ ফাইজার টিকা পৌঁছেছে বাংলাদেশে, প্রয়োগ আগস্টে!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।