ইজরায়েলের অভিযানে এক ফিলিস্তিনি নি’হত

ইজরায়েলি অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইজরায়েলের অভিযানে এক ফিলিস্তিনি নাগরিক নি’হত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন এবং টুবাসের মধ্যকার আল ফারাহ সেনা ক্যাম্পের একজন সৈন্যের ছোঁড়া গুলিতে ইউনিস ঘাসান তায়েহ (২০) নামের ফিলিস্তিনি নাগরিক প্রা’ণ হারান।
আরও পড়ুন# বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানি করতে রাজি ভারত!
সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে উভয়পক্ষে বারবার সংঘর্ষ হচ্ছে। গত মার্চে ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত হানায় ১৯ জনের প্রাণহানির পর তেল আবিব ফিলিস্তিনের পশ্চিম তীর অংশের উত্তরাঞ্চলে অভিযান জোরদার করেছে। ফিলিস্তিন শাসিত শহরগুলোতে ইজরায়েলি অভিযানকালে প্রায়ই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যাচ্ছে।
এদিকে, ইজায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সৈন্যদের দিকে বিস্ফোরক ও গুলি বর্ষণ করেছে ফিলিস্তিনিরা। এরই জবাবে গুলি চালিয়েছে ইজরায়েলি নিরাপত্তা বাহিনী।
ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাভি বলেছেন, এসব অভিযানকালে প্রায় ১৫শ’ ওয়ান্টেড লোককে গ্রেপ্তার এবং শতশত হামলা প্রতিহত করা হয়েছে।