জাতীয়

ভিসা ছাড়াই শুধুমাত্র পাসপোর্ট দিয়ে, যে ৪১টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বাংলাদেশের বাসিন্দাদের জন্য সুখবর। ভিসার জন্য ঝামেলার দিন শেষ। পাসপোর্ট থাকলেই এবার সহজেই বিশ্বের ৪১টি দেশে যেতে পারবেন তারা। ওই দেশগুলিতে যাওয়ার জন্য আগে থেকে আর ভিসা নিতে হবে না ওপার বাংলার পাসপোর্টধারীদের।

যে ৪১টি দেশ বাংলাদেশিদের এই সুযোগ দিয়েছে সেগুলির মধ্যে আছে আফ্রিকার ১৬টি দেশ। এছাড়াও Caribbean এর ১১টি , Oceania-র সাতটি, এশিয়ার ছয়টি এবং দক্ষিণ আমেরিকার একটি দেশ আগে থেকে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা।

এশিয়া মহাদেশের ৬টি দেশঃ ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও তিমুর।

আফ্রিকা মহাদেশের ১৬টি দেশঃ কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

আরো পড়ুনঃ যে গ্রামের সবাই যখন-তখন যেখানে-সেখানে ঘুমিয়ে পড়ে

ওশেনিয়ার ৭টি দেশঃ কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশঃ বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।