ক্রিকেটখেলাধুলা

ইঞ্জুরির হানা অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে!

সামনের মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিছুদিন আগে বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতের বিপক্ষে চলতি মাসের শেষদিকে মাঠে নামার কথা ছিলো দলটির। কিন্তু ইনজুরির কারণে ভারত সফর থেকে ছিটকে গেছেন দলের তিন তারকা

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে জানিয়েছে, অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক হাঁটুর ইনজুরিতে, অলরাউন্ডার মিচেল মার্শ গোড়ালির ইনজুরিতে এবং মার্কুস স্টইনিস সাইড ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন।

মূলত বিশ্বকাপের আগে দেশটির ক্রিকেট বোর্ড এ তিন তারকা ক্রিকেটারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না। সেকারণেই ভারতের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন তারা।

আরও পড়ুন: ফিঞ্চের পর অবসরে যাচ্ছেন স্মিথও?

তবে বিশ্বকাপের আগে তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মাঠের নামারও কথা রয়েছে তাদের। ভারতের বিপক্ষে এ তিনজনের স্থলাভিষিক্ত হয়েছেন নাথান ইলিস, ড্যানিয়েল সামস ও সিন অ্যাবট। এ ছাড়া ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দিয়ে দলে ডাকা হয়েছে ক্যামেরন গ্রিনকে।

স্টইনিস বিশ্রামে যাওয়ায় প্রথমবার দলে ডাক পাওয়া টিম ডেভিডের অভিষেক হয়ে যেতে পারে ভারতের বিপক্ষে। অন্যদিকে এ সিরিজে ডেভিড ওয়ার্নার বিশ্রামে থাকায় অ্যারন ফিঞ্চের ওপেনিং পার্টনার হতে পারেন জশ ইংলিস। কোহলিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য আগামী সপ্তাহে দেশ ছাড়বেন অজিরা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।