ইনস্টাগ্রামের ভুল ধরিয়ে দিয়ে ৩৮ লাখ টাকা পুরস্কার পেলেন যুবক!

সম্প্রতি ভারতীয় এক যুবক ইনস্টাগ্রামের ভুল ধরিয়ে দিয়ে ৩৫ লাখ টাকা পুরস্কার পেলেন। জয়পুরের বাসিন্দা নীরজ শর্মা নামক যুবকটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের একটি জটিল বাগ খুঁজে বের করায় তাকে পুরো ৩৫ লাখ টাকা পুরস্কার দিয়েছেন ইনস্টাগ্রাম।
এভাবে গতমাস হতে এখন অবধি মোট তিনজন ভারতীয় পুরষ্কার পেয়েছেন। এর পূর্বে হোয়াটসঅ্যাপ ও অ্যাপলের সিস্টেমে ত্রুটি খুঁজে দেওয়ায় দুজন পুরস্কার পান। জানা গেছে, তবে এইবার নীরজ শর্মা ইনস্টাগ্রামে যে ইস্যুটির সন্ধান পেয়েছেন, তা থেকে ব্যবহারকারীরা হ্যাকিংয়ের শিকার হতে পারতেন।
নিরোজ ইনস্টাগ্রামের যে ভুল ধরেছেন তা হলো— রিপোর্ট অনুসারে, ইনস্টাগ্রাম রিলে একটি বাগ ছিল। যার সাহায্যে অন্য যে কেউ ইনস্টাগ্রাম রিলের কভার ফটো বা থাম্বনেইল পরিবর্তন করতে পারতেন।
নীরজের ভাষ্যমতে, এই কাজের জন্য শুধু ওই অ্যাকাউন্টের মিডিয়া অ্যাকাউন্টের প্রয়োজন ছিল। অর্থাৎ ভিডিও ক্রিয়েটর বা ব্যবহারকারীর এতে কোনো ভূমিকাই ছিল না।
নীরজ যখন ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে বিষয়টি রিপোর্ট করে তখন তারা নীরজকে এই ত্রুটিটি প্রদর্শন করতে বলেন। এরপর নীরজ মাত্র ৫ মিনিটে ডেমো দেখাতে সক্ষম হয় এবং তারপর ইনস্টাগ্রাম তাকে বোনাসসহ প্রায় ৩৮ লাখ টাকা পুরস্কার দেয়।