আন্তর্জাতিকসন্দেশ

ইরানে মৃত্যুদণ্ড দিলো দুই সমকামীকে!

এবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে মারাঘে কারাগারে দুই সমকামী যুবকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন আদালত।

ওই দুই যুবক সমকামিতা প্রচার করেছে এমন অভিযোগে আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়। বর্তমান বিশ্বের যে কয়েকটি দেশে এখনো সমকামিতার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান বহাল রয়েছে, তার মধ্যে অন্যতম দেশ হলো ইরান। এই বিষয়ের তথ্য জেরুজালেমের এক প্রতিবেদন জানান এবং প্রতিবেদনে জানানো হয়—সমকামীর অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া দুই যুবকের নাম জাহরা সিদ্দিকি হামেদানি (৩১) এবং এলহাম চুবদার (২৪)। তাদেরকে মূলত উর্মিয়ার একটি আদালতে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দেয়।

বর্তমানে এই দুই যুবক উর্মিয়া কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন এবং উর্মিয়া হলো ইরানের ওয়েস্ট আজারবাইজান প্রদেশের একটি শহর।

আরও পড়ুন# বিয়ের পিঁড়িতে বাংলাদেশ-ভারতের সমকামী যুগল!

ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় আসে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে। ক্ষমতায় আসার পর হতেই তারা সমকামিতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও অবস্থান গ্রহণ করেন। এরপর, তারা বিভিন্ন সময় হাজার হাজার সমকামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এমনকি এসব সমকামীদের পক্ষে কোনো আইনজীবীও নিয়োগ করতে দেওয়া হয় না, এমনই অভিযোগ প্রচলিত আছে ইরানের বিরুদ্ধে।

বর্তমানে ইরানের শাসকগোষ্ঠী মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কষ্ট বৃদ্ধি করতে বারবারিক লং ব্যবহার করে ফাঁসির আয়োজন করে থাকে। এতে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি সর্বোচ্চ কষ্টের সাথে মারা যান। উল্লেখিত দুই যুবক জাহরা এবং এলহামকেও একই নিয়মে ফাঁসি দেওয়া হতে পারে বলে মনে করছেন মানবাধিকার গোষ্ঠীগুলো।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।