খবর

১৫০ টাকা কেজি দরে মুরগির মাংস বিক্রি, পরে জানা গেল মরা ব্রয়লার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরবাজারে ব্রয়লার মুরগির মাংস ভাগা দিয়ে বিক্রি করছে দুই যুবক। ব্রয়লার মোরগের দাম কম বেদায় মাংস কিনার জন্য লোকজন ভিড় করে। তারপর স্থানীয় কয়েকজন মানুষ ঘটনাটি চ্যালেঞ্জ করে। একজন যুবককে আটক করলে সত্যতা প্রকাশ করে তারা।

স্থানীয়রা জানান, কোতোয়ালি থানা এলাকার রফিক মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৫) ও সাগর মিয়া (২৮) গাজীপুর থেকে কমদামে ব্রয়লার মোরগের মাংস কিনে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ নিয়ে আসে। এত কম দামে ব্রয়লার মোরগ বিক্রি করায় স্থানীয় লোকেরা তাদের সন্দেহ করে আটক করে প্রশাসনকে খবর দেয়।

আরো পড়ুন: পিস করে বিক্রি হচ্ছে মুরগির মাংস! ভাগায় করে গরু

খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে ৮০ কেজি খাবার অনুপযোগী মরা মুরগির মাংস জব্দ করে ধ্বংস করা হয়।ঈশ্বরগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা ৩০০০ টাকা জরিমানা করে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করে দুই যুবককে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।