এই প্রথম সিনেমাতে হাবিব!

বাংলাদেশের সংগীত জগতের একজন জনপ্রিয় তারকা হাবিব ওয়াহিদ। যিনি এর মধ্যেই নিজের সুরের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাদের। তার লিখা ও সুরের গান গেয়ে জনপ্রিয় হয়েছেন অন্য অনেকেও। তবে এবার হাবিব গান গাইলেন নিজের নয় অন্যের করা সুর ও সংগীতে। তাও আবার সিনেমার জন্য।
সামনেই মুক্তি পেতে যাওয়া ‘অপারেশন সুন্দরবন’ নামক সিনেমার জন্য ‘অভিমানী রোদ্দুরে’ নামক একটি গান গেয়েছেন হাবিব। সংযুক্তা সাহার কথায় গানটির সুর-সংগীত করেছেন অম্লান এ চক্রবর্তী। এই গানটিতে হাবিবের সহশিল্পী হিসেবে গান গেয়েছেন নন্দিতা। সিনেমাটি মুক্তির প্রচারণার অংশ হিসেবে এটি সোমবার (১২ সেপ্টেম্বর) প্রচারিত হচ্ছে।
আরও পড়ুন# যৌ’ন’কর্মী নিপুণ, জানালেন পতিতালয়ে থাকার অভিজ্ঞতা!
অন্য কারও সুরে করা গানে সিনেমায় প্রথম প্লেব্যাক করলেন হাবিব। এই বিষয়ে তিনি বলেন, ‘অন্যের সুরে এটা আমার তৃতীয় গান হলেও সিনেমার জন্য এই প্রথম গাওয়া। আসলে এই গানটা গাওয়া নিয়ে আমার কোনও পরিকল্পনা ছিলো না তেমন কোনো। তারা আমাকে প্রস্তাব করেন গানটিতে কন্ঠ দেওয়ার জন্য। আমি ট্র্যাকটা শুনতে চেয়ে বলেছি যদি আমার সঙ্গে মেলে তাহলে গাইবো। তারপর গাইলাম।’
এদিকে, নির্মাতা দীপংকর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। গত রোববার (১১ সেপ্টেম্বর) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। ‘অপারেশন সুন্দরবন’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশান, মনোজসহ অনেকে।
প্রসঙ্গত, হাবিব ওয়াহিদ শেষবার প্লেব্যাক করেছিলেন শাকিব খানের অভিনয় করা ‘গলুই’ সিনেমায়।