খবরখেলাধুলাফুটবলবিনোদন জগৎ

এই বাঁধভাঙার গল্পগুলো সামনে আসলেই নারীর মুক্তি হবে: বাঁধন

‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ’ প্রথমবারের মতোন হয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সোমবার (১৯ সেপ্টেস্বর) সন্ধ্যায় নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বিপক্ষ দল নেপালকে হারিয়ে ছিনিয়ে আনে অনন্য ও ঐতিহাসিক এই বিজয়। বুধবার দুপুরে স্বপ্নের সেই ট্রফি নিয়ে দেশে ফিরেছেন বাংলার বাঘিনীরা। চলছে চ্যাম্পিয়ন হওয়া নারীদের বরণ করে নেওয়ার ধুম।

বাংলার বাঘিনী এইসব নারীদের ঐতিহাসিক এই বিজয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই চলছে আনন্দের বন্যা। বিজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন-শুভেচ্ছা-প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সবাই। এই দলে এক হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। তাদের বরণ করে নিতে বিমানবন্দরসহ রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে মানুষের ঢল নামে।

আরও পড়ুন# পাপনকে ধন্যবাদ জানিয়েছেন সালাহউদ্দিন!

এই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে বিমানবন্দরে মেয়েকে নিয়ে গিয়েছিলেন জনপ্রিয়ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিমানবন্দর এলাকার একটি ফুটওভার ব্রিজের ওপর থেকেই তাদের অভিনন্দন জানান এই অভিনেত্রী।

মেয়েদের শিরোপা জয়ে উচ্ছ্বসিত বাঁধন বলেন, আমি আগে থেকেই বিষয়টি নিয়ে উত্তেজিত ছিলাম। তাদের সব খেলা আমি দেখেছি। আমি বিশ্বাস করি, এইভাবে বাঁধভাঙার গল্পগুলো সামনে আসলেই নারীর মুক্তি হবে। এই জায়গা থেকে আমার ভীষণ আনন্দের ব্যাপার যে ওরা এ রকম একটা অর্জন নিয়ে আসছে এবং দেশের নাম উজ্জ্বল করেছে। ওদের এই প্রাপ্তি আরও অনেক মেয়েকে সাহস যোগাবে, স্বপ্ন দেখাবে।

বাঁধন আরও বলেন, তাদের এই বড় অর্জন দেখে আমি সত্যিই অনেক আনন্দিত। এত বাধার সম্মুখীন হয়েও এত বড় অর্জন আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আমার আনন্দটা শেয়ার করে নেওয়ার জন্য এসেছি এখানে। এত গরমে ধুলোয় এত লোকের মাঝে দাঁড়িয়ে ছিলাম ওদের জয়যাত্রা দেখতে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।