এশিয়া কাপের সুপার ফোরে গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিল পাকিস্তান আর আফগানিস্তান। ক্রিকেট তার সবটুকু নাটকীয়তা দিয়ে যেন ভরিয়ে দিয়েছিল এই ম্যাচ!
জিতলে ফাইনাল নিশ্চিত, আর হারলে বাদ পড়ার সম্ভাবনা। এমন সব সমীকরণ সামনে রেখেই গত রাতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। পরিসংখ্যান, ইতিহাস সবকিছুতেই আফগানরা অনেক পিছিয়ে পাকিস্তান থেকে। তবে মাঠের খেলায় ঠিকই দারুণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আফগান খেলোয়াড়রা। বলতে গেলে হারিয়েই দিয়েছিল পাকিস্তানকে।
শেষ ব্যাটসম্যান হিসেবে নাসিম যখন মাঠে নামেন, এরইমধ্যে জয় মোটামুটি নিশ্চিত জেনে উল্লসিত আফগানিস্তানের খেলোয়াড়রা। তবে নাসিম যেন ভেবে রেখেছিলেন অন্য কিছু, রেকর্ড গড়তেই মাঠে নেমেছেন তিনি।
আরও পড়ুন: চরম নাটকীয়তার শেষে আফগানিস্তানকে ১ উইকেটে হারালো পাকিস্তান!
আগের তিন ওভারেই দারুণ বল করেছেন ফজল হক ফারুকি। ৩ উইকেট তুলে নিয়েছেন মাত্র ১৯ রানে। চতুর্থ ওভারের প্রথম বলটা ইয়োর্কার লেন্থে করতে চেয়েছিলেন এই পেসার, কিন্তু হয়ে যায় ফুলটস। ফলাফল নাসিমের ব্যাটে দারুণ ছক্কা৷ একই ঘটনা ঘটে পরের বলে, আবারও নাসিম শাহের ছক্কা।
টানা দুই ছক্কায় ১২ রান তুলে ততক্ষণে তিনি থামিয়ে দিয়েছেন আফগানদের উল্লাস। রশিদ খান-রহমানুল্লাহ গুরবাজরা তখন কাতর স্বপ্নভঙ্গের যন্ত্রণায়।
ততক্ষণে একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন নাসিম। রান তাড়া করতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ১০ বা ১১ নম্বর ব্যাটসম্যান টানা দুই ছক্কা মেরে ম্যাচ জেতাতে পারেননি।
বোলিংয়ে নেমেও এর আগে একটি রেকর্ড ভেঙেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ পেসার হিসেবে ৫০ উইকেট তুলে নিয়েছেন ১৯ বছর ২০৪ দিন বয়সী এই বোলার। ভেঙে দিয়েছেন সতীর্থ শাহিন শাহ আফ্রিদির দখলে থাকা রেকর্ডটি।