
একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক নারী। গতকাল [১০ অক্টোবর, সোমবার] রাতে শহরের লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে বাচ্চা প্রসব করেন তিনি। চার নবজাতকের মধ্যে তিনজন মেয়ে এবং একজন ছেলে হয়েছে।
জানা যায়, ওই নারীর নাম রিপা বেগম। রিপার বয়স ২৩ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের ধীতপুর এলাকার কৃষিজীবী সাগর আলীর স্ত্রী।
হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. শারমিন সুলতানা রিপার ব্যাপারে জানান, আগের বার প্রসবের সময় প্রথম সন্তান মারা যায় রিপার। এরপর এবার গর্ভবতী হলে তার তত্ত্বাবধানেই চিকিৎসা নিয়েছেন রিপা বেগম। এর মধ্যেই রিপা একবার করোনা পজিটিভ হন। পরে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়। রিপার স্বজনরাও ডাক্তারের কথা শুনেছেন।
আরও পড়ুন# চলন্ত লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে মা-ছেলের ঝাঁপ!
তিনি আরও বলেন, গত সোমবার বিকেলে প্রসবব্যথা শুরু হলে রিপাকে লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে আনেন তার পরিবারের সদস্যরা। প্রথমে স্বাভাবিকভাবে তিনি পুত্রসন্তান প্রসব করেন। এরপর লেভার পেইন না বাড়ায় তার ও জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) শাকির রহমানের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরও তিনটি মেয়ের জন্ম দেন তিনি। মা ও সন্তানরা ভালো আছেন।
নবজাতকদের বাবা সাগর আলী বলেন, ‘আমি বিদেশে থাকতাম। পরবর্তীতে দেশে ফিরে কৃষিকাজ করি। দুই বছর আগে আমার স্ত্রী প্রসবের সময় একটি বাচ্চা মারা যায়। বিয়ের ১০ বছর পর এখন চার বাচ্চা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেল। আমি অনেক খুশি।’