আন্তর্জাতিকসন্দেশ

এক তরুণী ছিনতাইকারীকে পি’টিয়ে নিজেই উদ্ধার করল নিজের ফোন!

তরুণী চেইনশপে বাজার করার পর কার্ডে বিল পরিশোধ করছিলেন, এমন সময় তরুণীর মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় দেন এক যুবক। এরপর তিনি সহযোগিতার আহ্বান জানিয়েছে অ্যালার্ম বাজালেও আশপাশের কেউই এগিয়ে আসেননি। তবে তিনি হতাশ হননি। বরং ২৮ বছরের ওই তরুণী একাই ক্ষিপ্তগতিতে ওই যুবককে ধাওয়া করেন। এভাবে তিনি প্রায় ২০০ মিটার দৌড়ান। তবে ধরতে পারেননি ছিনতাইকারীকে।

এই সময় পল্লবী নামের ওই তরুণীর মাথায় একটি আইডিয়া আসে। তিনি ছিনিয়ে নেওয়া মোবাইলটির অবস্থান শনাক্ত করতে চালু করেন তার সঙ্গে থাকা বিশেষ ধরনের ‘স্মার্টওয়াচটি’। এরপর তার মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত বিশেষ ডিভাইসটি থেকে সংকেত আসতে থাকে যে ছিনতাই হওয়া ফোনটি এই এলাকায়ই রয়েছে। এভাবে তিনি প্রায় তিন ঘণ্টা পালাম বিহারের সেক্টর-২৩-সংলগ্ন বিভিন্ন লেনে একাই খোঁজাখুঁজি চালাতে থাকেন।

তারপর তিনি রাত সোয়া ৯টার দিকে দেখতে পান একটি থামা মোটরসাইকেলের ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে ছিনতাইকারী তার মোবাইলটি চালাচ্ছিলেন। এই সময় পল্লবী খুব সাবধানে ও লুকিয়ে ওই ছিনতাইকারী ব্যক্তির কাছে যান এবং পেছন হতে সজোরে তার মাথায় আঘাত করেন। এর ফলে ছিনতাইকারীর হাত থেকে মোবাইল ফোনটি ছিটকে পড়ে। আর ছিনতাইকারী ঘুরে দাঁড়ানোর আগেই তাকে আরও কয়েকবার সজোরে আঘাত করেন এবং এতে দিগ্বিদিক হয়ে দৌড়ে পালায় সেই ছিনতাইকারী।

বলছিলাম, সম্প্রতি ভারতের হারিয়ানা রাজ্যের পালাম বিহারে ঘটে যাওয়া ঘটনা নিয়ে।

এই বিষয়ে পল্লবী কৌশিক বলেন— ‘ছিনতাইকারী পালিয়ে গেলে সড়কের ওপর পড়ে থাকা আমার ফোনটি নিয়ে বাসায় ফিরে আসি আমি। পরের দিন পালাম বিহার থানায় এফআইআর করি আমি।’

অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মনোজ কুমার বলেন, ‘তিন ঘণ্টা ধরে পল্লবী কৌশিক যখন তার ছিনতাই হওয়া মোবাইল ফোনটি খুঁজছিলেন তখন ওই ছিনতাইকারী ইউপিআই পিন নম্বর ব্যবহার করে ওই তরুণীর মোবাইল ব্যাংকিং থেকে ৫০ হাজার ৮৬৫ রুপি কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, পল্লবী কৌশিকের সোমবার রাতের এফআইআরে বিধি-৩৭৯ (চুরি), ৩৭৯-এ (ছিনতাই) এবং ৪২০ (প্রতারণা) ধারা উল্লেখ করা হয়েছে।’

পল্লবী বলেন, ‘মোবাইলটিতে আমার সহকর্মীরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর ছিল। কর্মস্থলের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্যও ছিল সেটিতে। মোবাইল ব্যাংকি সেবা ইউপিআইতে জমা ছিল অনেক রুপি।’

পুলিশ ইতোমধ্যে ওই সব ব্যাংক হিসাব জব্দ করেছে এবং সেই সাথে ওই ছিনতাইকারীকে আটক করার জন্য ব্যাপক তল্লাশি শুরু করেছে।

উল্লেখ্য, এর পূর্বে গত ৪ সেপ্টেম্বর নয়াদিল্লির বদরপুরেও এই রকম এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে সেই তরুণী তার মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধাগ্রস্ত করে ছিনতাইকারীকে। ফলে, মোবাইল ছাড়াই সেই ছিনতাইকারী পালিয়ে যেতে বাধ্য হন। আর এই ভিডিয়ো ওই এলাকার একটি গোপন ক্যামেরায় (সিসিটিভি) রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।