
গতকাল (১৪ সেপ্টেম্বর) ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ধারণা করা হচ্ছিল, দল থেকে বাদ পড়ে হয়তো অবসরের পথে হাঁটবেন বাংলাদেশ দলের এ সাইলেন্ট কিলার। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনা করে তাকে ত্রিদেশীয় সিরিজে মাঠ থেকে অবসরের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু রিয়াদ রাজি হননি বোর্ডের এই আমন্ত্রণে, জানিয়েছেন তিনি আরও দুই বছর খেলতে চান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের হাত ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন সূচনা করতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের দল তৈরিতেও তিনি ছিলেন নেপথ্যে। নির্বাচকদের সঙ্গে আলোচনা করে শ্রীধরন বাদ দিয়েছেন মাহমুদউল্লাহকে।
মূলত ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখেই বাদ দেয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ সদস্য মাহমুদউল্লাহকে। তার পরিবর্তে দলে জায়গা হয়েছে ইয়াসির রাব্বির।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দল ঘোষণার সময় শ্রীরাম বলেন, ‘আমার মনে হয় রাব্বি খুব সম্ভাবনাময় ক্রিকেটার। বাংলাদেশ টি-টোয়েন্টি দলে যে পাওয়ার হিটারের ঘাটতি ছিল সেটা তার আছে। সে এমন একজন যে বল সীমানা ছাড়া করতে পারে, বাউন্ডারি হাঁকাতে পারে।’
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন ভিরাট কোহলি?
মাহমুদউল্লাহকে বাদ দেয়াটা বেশ কঠিন সিদ্ধান্ত ছিলো বলেও জানান শ্রীরাম। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহকে বাদ দেয়ার আলাপটা সহজ ছিল না। সে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে। ওর জন্য আমার সর্বোচ্চ সম্মান রইল। ওর বিষয়ে আলাপের সময় আমাকে খারাপ মানুষ হতে হয়েছে।’
কয়েকদিন আগে এশিয়া কাপের পর সমালোচনার মুখে অবসরের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। সমালোচনা চলছিল মাহমুদউল্লাহকে নিয়েও। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ দলে জায়গা না পেলে তিনিও নিতে পারেন অবসরের সিদ্ধান্ত।
শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি রিয়াদের, তখন বিসিবি তার সঙ্গে অবসরের বিষয়ে আলোচনা করে। সামাজিক মাধ্যমে ঘোষণা না দিয়ে যেনো মাঠ থেকে অবসর নিতে পারেন, সেজন্য ত্রিদেশীয় সিরিজে খেলার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু রিয়াদ তাতে অস্বীকৃতি জানান। সাবেক এই অধিনায়কের বয়স ৩৬ হলেও, তিনি এখনই দমে যেতে চান না। এই ফরম্যাটে নিজের যোগ্যতা প্রমাণ করে দেশের হয়ে খেলতে চান আরও দুই বছর।
এ বিষয়ে গণমাধ্যমকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘মাহমুদউল্লাহ এ বিষয়ে রাজি হয়নি। তিনি এখনই বিদায় নিতে চান না। তিনি জানিয়েছেন, আরও দুই বছরের মতো খেলতে চান। জাতীয় দলে তার জায়গা ফিরে পেতে চান।’